বিজয়কে টেস্টে ফেরানোর ব্যাখ্যা দিলেন নির্বাচক লিপু
Published: 24th, April 2025 GMT
জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ দল। ওই টেস্টের দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে। তিনি সাদা বলে ডিপিএল খেলছিলেন। তাকে হুট করে টেস্ট দলে ডাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, প্রক্রিয়ার মধ্যে ছিলেন বিজয়।
লিপু বলেন, ‘বিজয় সবসময়ই আমাদের প্রক্রিয়ায় ছিল, ভাবনায় ছিল। কাউকে দলে ফেরানোর আগে ‘এ’ দলে সুযোগ দিতে হয়, আমরা এই প্রক্রিয়া অনুসরণ করেছি। গত বছর তিনি পাকিস্তানে ‘এ’ দলের সফরে ছিলেন।’
বিজয়ের মতো পাকিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে ছিলেন জাকের আলী। দুর্দান্ত এক সেঞ্চুরি করে টেস্ট দলে ঢুকে জায়গা পাকা করে নিয়েছেন তিনি। তবে পাকিস্তানে গিয়ে বিজয় ভালো করতে পারেননি। বৃষ্টি বিঘ্নের কারণে দুটি চারদিনের ম্যাচের তিন ইনিংসে ব্যাট করতে পেরেছিলেন। ওই তিন ইনিংসে মাত্র ১৮ রান যোগ করেছিলেন টপ অর্ডারে ব্যাট করা বিজয়।
তবে নির্বাচক লিপু জানিয়েছেন, ডিপিএলে ভালো করায় এবং এনামুলকে আত্মবিশ্বাসী মনে হওয়ায় তাকে টেস্ট দলে ফেরানো হয়েছে, ‘বিজয় খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে। টেস্ট ওপেনারের যে টেম্পারমেন্ট থাকতে হয়, সেটি তার মাঝে দেখছি। এই সিরিজ শেষে তাকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও খেলাব। অনেকদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেননি। তাকে দলে ফেরানোর এটিও একটি কারণ।’
বিজয় দলে ফেরায় অফ ফর্মে থাকা দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল জয়ের একজন চট্টগ্রাম টেস্টে বাদ পড়তে পারেন। বিসিবির প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, বাদ দেওয়ার আগে প্রমাণের যথেষ্ট সুযোগ তারা দিতে চেয়েছেন। অফ ফর্মে থাকা জাকির হাসানকেও ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলানোর কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক লিপু।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমরা গর্বিত আমাদের এন্ড্রু কিশোর আছেন: কনকচাঁপা
বাংলা গানের প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ২০২০ সালের ৬ জুলাই পরপারে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। জীবদ্দশায় ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া কালজয়ী গানের সংখ্যাও কম নয়।
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের সহশিল্পী ছিলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। জুটি বেঁধে তারা বহু গানে কণ্ঠ দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) এন্ড্রু কিশোরের জন্মদিন। এ উপলক্ষে প্রিয় শিল্পী, প্রিয় সহকর্মীকে স্মরণ করেছেন কনকচাঁপা।
আরো পড়ুন:
অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন
ঋত্বিক ঘটক কীভাবে বিধু বিনোদ চোপড়ার নাম রাখেন?
কনকচাঁপা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ শিল্পী বলেন, “শুভ জন্মদিন হে তরল সোনা মাখানো কণ্ঠের রাজা এন্ড্রু কিশোর দাদা! আমরা গর্বিত আমাদের এন্ড্রু কিশোর আছেন! আছেন বলছি এজন্য যে, শারীরিকভাবে না থাকলেও তিনি আগের চেয়েও আরো বেশি আপন ও প্রয়োজনীয় হয়ে আছেন।”
খানিকটা ব্যাখ্যা করে কনকচাঁপা বলেন, “একজন এন্ড্রু কিশোর! একটি কণ্ঠ, একটি গলিত সোনার নদী। সিনেমা হলে যখন তার গান বাজে তখন পুরো হল সেই আওয়াজ মেখে মেখে যায়। সে কণ্ঠ ভাসতে, ভাসাতে, কাঁদাতে, রোমান্সে ডুবাতে কোনো ডলবি সারাউন্ডেড সাউন্ড সিস্টেম লাগে না। তিনি যখন গান ‘ডাক দিয়াছে দয়াল আমারে’, তখন সমস্ত শ্রোতার এই দুনিয়ার উপর অভিমান জাতিগতভাবে উপচে পড়ে। আবার এই তিনিই যখন গান ‘তুমি আমার জীবন’ তখন সমস্ত পুরুষ ভাবেন, এভাবেই তো প্রিয়াকে বলতে চেয়েছি আমি!”
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কনকচাঁপা বলেন, “কিশোরদার সাথে গেয়েছি চৌত্রিশ বছর। তিনি আজ নেই অথচ এখনো তার কণ্ঠের প্রতি বিস্ময় আমার কাটেই না। মঞ্চে যখন গাই, আমি শ্রদ্ধায় অবনত হয়ে যাই। বারবার ভাবি, এত সম্মান আমার কপালে ছিল। ও আল্লাহ! কতই তুমি দিলা আমায় বিনা কারণে!”
ফেসবুকে পোস্ট করা ছবিটির পেছনের গল্প জানিয়ে কনকচাঁপা বলেন, “এই ছবিটি ‘তোমাকে চাই’ সিনেমার গানের রেকর্ডিংয়ের। আমরা গাইছিলাম ‘আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার’ সিম্ফনি স্টুডিওতে।”
এন্ড্রু কিশোরের পাশাপাশি আহমেদ ইমতিয়াজ বুলবুলকে স্মরণ করে কনকচাঁপা বলেন, “আমাদের ‘এন্ড্রু কিশোর-কনকচাঁপা’ নামের জুটি যে মহাশিল্পী নিজের ভালোবাসার তুলিতে এঁকেছেন, সেই জাতশিল্পী, স্বভাবকবি বাংলার সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইকে কৃতজ্ঞতা জানাই। তিনিও আমাদের মাঝে নেই। তাদের জন্য আমার শ্রদ্ধা অবিরাম।”
১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। সেখানেই কেটেছে তার দুরন্ত শৈশব ও কৈশোর। বেঁচে থাকলে একাত্তর বছরে পা দিতেন এই শিল্পী।
ঢাকা/শান্ত