পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এমন কথা বলেন দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাটিল। খবর দ্য হিন্দুর।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত। 

শুক্রবার জনশক্তিমন্ত্রী পাটিল এক্সে লিখেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোপম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে।”

আরো পড়ুন:

কাশ্মীরে হামলা
আহতদের বাঁচাতে এগিয়ে আসা সাজ্জাদ বললেন ‘ধর্মের আগে মানবতা’

নিয়ন্ত্রণ রেখাজুড়ে পাকিস্তানের ‘গুলিবর্ষণ’, ভারতের পাল্টা জবাব

পাটিল বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছু নির্দেশ জারি করেছেন এবং সেগুলো অনুসরণ করার জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য শাহ বেশ কয়েকটি পরামর্শও দিয়েছেন।

পাটিল আরো বলেন, “সিন্ধু পানিচুক্তির বিষয়ে মোদি সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত আইনসঙ্গত এবং জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করব যে, সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে প্রবাহিত না হয়।” 

সিন্ধু নদ ব্যবস্থার সিন্ধু, ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস এবং শতদ্রু- পাকিস্তানের পানির প্রধান উৎস। দেশটির আশি শতাংশ চাষযোগ্য জমি, যা প্রায় ১ কোটি ৬০ লাখ হেক্টর, সিন্ধু নদের পানির উপর নির্ভরশীল নির্ভর করে। সিন্ধু নদের প্রায় ৯৩ শতাংশ পানি সেচের জন্য ব্যবহৃত হয়, যা দেশটির কৃষিক্ষেত্রকে শক্তি যোগায় এবং সামগ্রিকভাবে জিডিপির প্রায় ২৫ শতাংশ অবদান রাখে।

 

পাকিস্তান গতকাল হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ নদ র প প রব হ

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ