আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ৫ দিন
Published: 29th, April 2025 GMT
আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ৪ মে শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৮টি অঞ্চল থেকে মাদ্রাসাপ্রধান বা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ এবং যথাসময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আলিম পরীক্ষা ২০২৫-এর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরের আঞ্চলিক কার্যালয় থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। ঢাকা অঞ্চলের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রেশন শাখা থেকে এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে আঞ্চলিক কার্যালয় থেকে বিতরণ করা হবে। উল্লিখিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে কোনো ধরনের ভুলত্রুটি (বিভাগ, বিষয়, ছবি, দাখিল অনুযায়ী তথ্য না হওয়া) পরিলক্ষিত হলে সংশোধনের জন্য ২৫ মে পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র (আঞ্চলিক থেকে অবহিত হয়ে) বোর্ডের রেজিস্ট্রার বরাবর আবেদন করা যাবে।
রেজিস্ট্রেশন কার্ড গ্রহণসংক্রান্ত নির্দেশায় বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য রেজিস্ট্রার বরাবর মাদ্রাসার প্যাডে আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের মাদ্রাসাপ্রধান অথবা প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিকে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ প্রাধিকারপত্র দিয়ে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য বোর্ডের রেজিস্ট্রেশন শাখায় আসতে হবে। মাদ্রাসাপ্রধান নিজে বা পাঠনো প্রতিনিধির আবেদনে গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন কার্ড করা হবে না। আঞ্চলিক কার্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের মাদ্রাসাপ্রধানের উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে যথাসময়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে।
আরও পড়ুনআলিম পরীক্ষা ২০২৫–এর রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন০৯ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও চ্যাম্পিয়নস লিগে আছে একটি করে ম্যাচ।চট্টগ্রাম টেস্ট, ৩য় দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ১০টা, বিটিভি
চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
লাহোর কালান্দার্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি
সেমিফাইনাল ১ম লেগ
বার্সেলোনা–ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২