রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় বাড়ির গেটের সামনে এই হামলা চালানো হয়।

পুলিশ বলছে, বাড়ির দেয়ালে তিনটি বিস্ফোরিত ককটেলের চিহ্ন দেখা যাচ্ছে। চার-থেকে পাঁচটি ককটেল ফোটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

ড.

ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘‘রাতে ড্রইং রুমেই বসে ছিলাম। হঠাৎ চার-পাঁচটি বিকট শব্দ শুনতে পাই। বুঝতে পারি, বাড়ির দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়েছে। এখন কারা কী কারণে এটা করেছে তার কিছুই বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করছে। আমি থানায় অভিযোগ করব।’’

আরো পড়ুন:

পহেলগাম হামলা: প্রতিশোধ নিতে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

যুবদল-স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় রক্তাক্ত রাইজিংবিডির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ‘‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হতে পারে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’’

তিনি আরো বলেন, ‘‘সম্ভবত পায়ে হেঁটেই দুর্বৃত্তরা এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গেও কথা হয়েছে। তিনি অভিযোগ করবেন। এই ঘটনার জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ই ঘটন ককট ল

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ