স্বদেশ প্রোপার্টিজের আট দিনব্যাপী ‘বৈশাখী আবাসন মেলা’ শুরু হচ্ছে আগামীকাল
Published: 2nd, May 2025 GMT
স্বপ্নের শহর ঢাকা। প্রায় ৩৬০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরে দুই কোটির বেশি মানুষের বাস। জীবিকার তাগিদে ছুটে চলা এসব স্বপ্নবান মানুষের ঢাকায় মাথা গোঁজার ঠাঁই মিললেও নিজের একটি বাড়ির স্বপ্ন নিয়ে তাঁরা ছুটে চলেন প্রতিনিয়ত। ক্রমবর্ধমান জনসংখ্যার এই শহরে একটু নির্মল আবাসের প্রয়াসে তাঁরা খোঁজেন বিভিন্ন আবাসিক এলাকা। এই তালিকায় পছন্দের শীর্ষে উঠে আসে ‘স্বর্ণালী’ ও ‘সানভ্যালী’ আবাসন প্রকল্প।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের সুপরিকল্পিত আবাসন প্রকল্প স্বর্ণালী ও সানভ্যালী। রাজউক অনুমোদিত এই দুটি আবাসন প্রকল্পে এখনই ভবন নির্মাণ করার উপযোগী আবাসিক ও বাণিজ্যিক প্লট নিয়ে আগামীকাল শনিবার (৩ মে) থেকে শুরু হচ্ছে ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’। চলবে ১০ মে ২০২৫ পর্যন্ত। মেলায় এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়ে উভয় প্রকল্পে স্বল্প ও দীর্ঘমেয়াদি কিস্তিতে প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ পাবেন গ্রাহকেরা।
আট দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে গুলশান–২–এর তাহের টাওয়ারে (অষ্টম তলা) অবস্থিত স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।
বৈশাখী আবাসন মেলার আয়োজন নিয়ে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের বিক্রয় ও বিপণন উপদেষ্টা অমলেন্দু বিশ্বাস বলেন, ‘আপনাদের স্বপ্নের আবাসন গড়ে দিতে আমরা প্রস্তুত। আমাদের এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, প্রকল্পগুলোর উন্নয়ন কর্মকাণ্ড এবং যাবতীয় সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানানো।’ তিনি আরও বলেন, ‘অবারিত সবুজের মধ্যে গড়ে ওঠা এই আবাসিক এলাকায় নগরজীবনের সব সুযোগ-সুবিধাই হাতের মুঠোয় পাওয়া যাবে। এবারের মেলায় বেশ কিছু নতুন উদ্যোগে শুরু করতে যাচ্ছি। যেমন মেলায় প্রথমবার অ্যাপার্টমেন্টগুলোকেও নিয়ে আসা হয়েছে। মেলায় মূলত দুটি ল্যান্ড প্রজেক্ট এবং একটি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট উপস্থাপন করা হচ্ছে। রাজউক অনুমোদিত আবাসিক থেকে শুরু করে বাণিজ্যিক—মেলায় সব ধরনের প্লট থাকবে। এ ছাড়া এবার সম্মিলিতভাবেও গ্রাহকেরা প্লট কেনার সুযোগ পাবেন।’
মেলা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য ০১৪০৪–৪৯৯৭৮৬ নম্বরে ফোন করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন স্বদেশ প্রোপার্টিজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট–এ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রকল প
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক