প্রথমবার মেট গালার লাল গালিচায় হাঁটবেন বলিউড বাদশা শাহরুখ খান। এ উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ‘পাঠান’ তারকা। নিউ ইয়র্ক এয়ারপোর্টে ধারণ করা শাহরুখের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। খবর ইন্ডিয়া টুডের।

বেশ কিছু দিন ধরে খবর উড়ছে, মেট গালায় দেখা যাবে শাহরুখ খানকে। কিন্তু বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যাচ্ছিল না। তবে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির নিউ ইয়র্ক এয়ারপোর্টের ভিডিও সেই সংশয় কাটিয়ে দিয়েছে। তাছাড়া শাহরুখ খানের ভক্তদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৫ মে মেট গালার রেড কার্পেটে হাঁটবেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় অভিনেতা, যে মেট গালার রেড কার্পেটে হাঁটতে যাচ্ছেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি পোশাকে তাকে দেখা যাবে। শাহরুখকে নতুন রূপে দেখতে মুখিয়ে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। গত বছর এই অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

শাহরুখের সঙ্গে দীপিকার পঞ্চম মিশন

শাহরুখ খান ছাড়াও মেট গালায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের।

নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট ১৯৪৮ সালে মেট গালার যাত্রা শুরু করেন। তার নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন। বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছরের মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা। ধীরে ধীরে এই অনুষ্ঠানের বিস্তৃতি ঘটে।

চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা, রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিকে প্রতি বছর এই অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। শুধু আমন্ত্রিত অতিথিরাই এতে অংশ নিতে পারেন। ২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার; যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ