মিচেলের পাকিস্তানে না যাওয়ার বক্তব্য নিয়ে ব্যাখা দিলেন রিশাদ
Published: 11th, May 2025 GMT
ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নাহিদ রানাসহ নিরাপদে দেশে ফেরেন রিশাদ হোসেন। এ সময়ের গণমাধ্যমে রিশাদের একটি বক্তব্য নিয়ে তুলকালাম ঘটে যায়।
ড্যারিল মিচেল আর কখনো পাকিস্তান যাবেন না রিশাদকে উদ্ধৃত করে এমন একটি প্রতিবেদনের পরই মূলত আলোচনা শুরু হয়। সেটির জেরে রিশাদ ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন , ‘‘পিএসএল যত দ্রুত সম্ভব ফিরে আসবে। বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং প্রার্থনা। ইনশাল্লাহ খুব দ্রুতই শান্তি ফিরে আসবে সবার মাঝে। এবং বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে একটাই বলতে চাই বাজে বা কোন ফেক নিউজ শুনে কেউ বিভ্রান্ত হবেন না। আমার পক্ষ থেকে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা ভুল করে থাকি বা ভুল নিউজ দিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’’
‘‘পিএসএলের ফ্যানদের উদ্দেশ্য একটাই বলতে চাই অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে। এবং অনেক আনন্দিত করেছেন। লাহোর কালান্দার্স একটা পরিবারের মতো। আমাদের সবসময় হাসি আনন্দ ঠাট্টা হয়। দোয়া করি যেন এরকম সবসময় থাকে।’’
আরো পড়ুন:
যুদ্ধবিরতির পর ফের মাঠে ফিরছে আইপিএল ও পিএসএল
বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্ত ‘এখনই নয়’
এর আগে রিশাদ বলেছিলেন, “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসে, টম কারান… সকলেই ভয় পেয়ে গিয়েছিল। দুবাইয়ে নামার পর মিচেল বলল, সে আর কখনও পাকিস্তানে যাবে না, বিশেষ করে এমন পরিস্থিতিতে।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিএসএল কেন আমিরাতে হচ্ছে না
ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়েছে আইপিএলও। এর মধ্যে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে হওয়ার ঘোষণা দিয়েছিল পিসিবি। কিন্তু সেটা আর হচ্ছে না। অর্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টটি।
আমিরাতে পিএসএল না হওয়ার পেছনে দেশটির ক্রিকেট বোর্ডের আপত্তি জানানোর কথা উল্লেখ করেছে ভারতের কিছু সংবাদ মাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ইমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) টুর্নামেন্টটি আয়োজন করবে না।
সেখানে আরও বলা হয়েছে, পিএসএল আয়োজন করতে দিলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক খারাপ হবে ইসিবির। সেটা তারা চায় না। এছাড়া নিরাপত্তা শঙ্কার বিষয়ে বলা হয়েছে, আমিরাতে দক্ষিণ এশিয়ার মানুষের বসবাস বেশি। যে কারণে পিএসএল মাঠে গড়ালে সেখানে নিরাপত্তা শঙ্কা তৈরি হতে পারে।
তবে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পিএসএল আয়োজনের প্রস্তাব আমিরাত নাকচ করে দেয়নি। বিবিসি’কে আমিরাত বোর্ডের নির্ভরযাগ্য সূত্র জানিয়েছে, তারা পিএসএল আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। একই কথা জানিয়েছে পিসিবির সিনিয়র এক কর্মকর্তা।
বিবিসির দেওয়া তথ্য মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে স্থগিত ঘোষণা করা হয়েছে পিএসএল। দেশের এই ক্রান্তিকালে পাকিস্তানের জনগণ ক্রিকেটের চেয়ে অনেক বড় কিছু নিয়ে উদ্বিগ্ন আছে এমন বার্তা দেওয়া হয়েছে।
পিসিবির বিবৃতি বলেছে, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে পিএসএল স্থগিত করা হয়েছে। ভারতের এই আগ্রাসন বেপরোয়া পর্যায়ে পৌঁছেছে, পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’