প্রবাসীদের ভোট গ্রহণ না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। দলটি বলেছে, স্বল্প সময়ে এক কোটি প্রবাসী ভোটারের ভোট নিতে গিয়ে নির্বাচন কমিশনের ওপর অর্পিত দায়িত্ব পালন আরও জটিল ও কষ্টসাধ্য হয়ে যায়। এ কারণে আগামী জাতীয় নির্বাচনে অহেতুক বিতর্ক এড়াতে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত না করাটাই কমিশনের জন্য সমীচীন হবে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক চিঠিতে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.

) আবদুল মান্নান এ আহ্বান জানান। নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠিটি হস্তান্তর করেন দলটির সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু।

চিঠিতে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে নির্বাচন কমিশন বেশ তৎপরতা দেখাচ্ছে। বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং তাদের সমানে বড় চ্যালেঞ্জ একটি সুষ্ঠু ও অবাধ এবং সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়া। কিন্তু এক কোটির ওপর প্রবাসী ভোটারের ভোট প্রদান নিশ্চিত করা সহজ হবে না। কারণ কোনো পদ্ধতিই বিতর্কের ঊর্ধ্বে রাখা যাবে না। ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন নির্বাচিত সরকার গঠনে জাতীয় নির্বাচন যেন কোনোভাবেই বিতর্কের সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখা জরুরি। আমরা একটি শান্তিপূর্ণ দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। এ জন্য  কার্যকর বিতর্কহীন নির্বাচন হওয়া দরকার।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: প রব স প রব স

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ