চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরুর কথা আছে পাকিস্তানের। ওই সিরিজ অনিশ্চিত হলেও সাদা বলের ক্রিকেটের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের পরবর্তী সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনাল খেলানো কোচ মাইক হেসন।

সাবেক কিউই ক্রিকেটার ও কোচ হেসন বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের হেড কোচের দায়িত্ব পালন করছেন। ১৭ মে থেকে পিএসএল শুরুর নতুন সূচি দেওয়া হয়েছে। ২৬ মে শেষ হবে পিএসএল। এরপরই পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি।

পাকিস্তানের হেড কোচ হিসেবে হেসনকে নিয়োগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ‘পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাদা বলের হেড কোচ হিসেবে মাইক হেসনের নাম ঘোষণা করতে পেরে আমি উচ্ছ্বসিত। মাইক সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অফুরন্ত অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছেন। সাদা বলে পাকিস্তানের ভবিষ্যত কাঠামো দাঁড় করাতে আমরা তার অভিজ্ঞতার দিকে তাকিয়ে আছি।’

এর আগে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ ছিলেন আকিভ জাভেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে ফলাফলের কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ ছিলেন গ্যারি কারস্টেন।

হেসন এর আগে ২০১২ সালে নিউজিল্যান্ড জাতীয় দলের হেড কোচ হন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলে ব্ল্যাক ক্যাপসরা। তার গড়ে দেওয়া দল ও খেলানোর ধরনে ভর করে পরের বছরও বিশ্বকাপের ফাইনাল খেলে কিউইরা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ডিরেক্টর হিসেবেও চার বছর কাজ করেছেন তিনি।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল বল র ক

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে ফিরে যা বললেন রিশাদ 

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা স্থগিত হওয়ার পর দেশে ফিরলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। দেশে ফিরেই গত কয়েকদিনের অভিজ্ঞতা নিয়ে আজ মুখ খুললেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে পড়ে যান তিনি ও পেসার নাহিদ রানা। 

বিমানবন্দরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রিশাদ বলেন, ‘আসলে প্রথম যে পরিস্থিতি আমরা দেখেছি, শুনতে পেয়েছি, শোনার পর একটু আতঙ্কিত হয়েছিলাম সবাই, ভয় কাজ করছিল। সবাই সাপোর্ট করছিল দেশ থেকে, টিম ম্যানেজমেন্ট থেকেও। বিসিবি থেকেও অনেক খোঁজখবর নিয়েছে।’

রিশাদ হোসেন ও নাহিদ রানা প্রথমবার দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে পাকিস্তান গিয়েছিলেন। পাকিস্তান সুপার লিগে রিশাদের অভিষেক হলেও নাহিদকে অপেক্ষায় থাকতে হয়েছিল। পিএসএলের শুরু থেকে থাকায় রিশাদ ৫টি ম্যাচ খেলতে পেরেছিলেন লাহোর কালান্দার্সের জার্সিতে। নাহিদ সিলেটে টেস্ট খেলে মাঝপথে যোগ দেন। খেলার সুযোগ পাননি। তার দল ছিল পেশোয়ার জালমি। 

কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে হামলা হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেও। এ ঘটনার পর পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এরপরই পিএসএল স্থগিতের ঘোষণা আসে। পাকিস্তান থেকে বিশেষ বিমানে দুবাইয়ে আনা হয় বাংলাদেশের দুই ক্রিকেটারকে, সেখান থেকে আজ বিকেলে ঢাকায় পৌঁছান নাহিদ রানা ও রিশাদ। 

রিশাদ জানান, বিদেশি খেলোয়াড়দের মধ্যে অনেকেই আতঙ্কে ছিলেন। 'আমরা খুব আতঙ্কিত ছিলাম। পরিবারের সবাই খুব চিন্তায় ছিল। বিদেশি অনেকেই নার্ভাস হয়ে পড়েছিল', যোগ করেন রিশাদ।

সবচেয়ে বড় ধাক্কাটি আসে পাকিস্তান ছাড়ার কিছুক্ষণ পরই। রিশাদ জানান, 'আমরা উড়ার ২০ মিনিট পরেই পাকিস্তানের বিমানবন্দরে মিসাইল হামলা হয়। খবরটা শুনে আমরা সবাই শকড হয়ে যাই।'

সফলভাবে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানিয়েছেন রিশাদ। দেশবাসীর দোয়া ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ফলে স্থগিত হয়ে যাওয়া পিএসএল পুনরায় মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আয়োজকরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে চাইলে ফের লাহোর কালান্দার্সের হয়ে খেলতে আগ্রহী রিশাদ। তিনি বলেন, 'পিএসএল যদি দুবাইয়ে শিফট হয়, তাহলে আবারও খেলতে যাওয়ার চেষ্টা করব।'

সম্পর্কিত নিবন্ধ

  • বদলে যাচ্ছে পাকিস্তান সিরিজের সূচি
  • আইপিএলের নতুন সূচি ঘোষণা, ফাইনাল কলকাতায় হচ্ছে না  
  • পিএসএলের নতুন সূচি ঘোষণা, বাংলাদেশ সিরিজ স্থগিত নাকি পেছাচ্ছে
  • সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন
  • মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ
  • কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল
  • পাকিস্তান সফরে এবার আশার আলো
  • ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: কবে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
  • পাকিস্তান থেকে ফিরে যা বললেন রিশাদ