Samakal:
2025-11-03@03:57:13 GMT

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

Published: 15th, May 2025 GMT

ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ছাত্রদল নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো.

আব্দুর রউফের ছেলে। এ ঘটনায় আহত রাব্বী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, রাব্বী স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক।

অভিযোগে রাব্বী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি বাকৃবি ১ নম্বর গেট এলাকায় বসে ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ছাব্বির (২৩) নামের এক যুবক তার ওপর চড়াও হন এবং মাথায় ছুরিকাঘাত করেন। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত কর ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ ছ ত রদল ছ ত রদল

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ