কারারক্ষী পদে কাম্য উচ্চতা থাকলেও বাদ, রাজশাহীতে বিক্ষোভ
Published: 15th, May 2025 GMT
কারারক্ষী পদে নিয়োগের শর্তে শারীরিক উচ্চতা নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। এই শর্ত পূরণ করেও অনেক চাকরিপ্রার্থী রাজশাহীতে প্রাথমিক শারীরিক যাচাইপর্বে বাদ পড়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে বিক্ষোভ করেছেন তারা।
এ দিন সকাল ৯টা থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে চাকরিপ্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই শুরু হয়। এতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক প্রার্থী। তাদের মধ্যে উচ্চতা মেপে প্রায় ২০০ জনকে প্রাথমিক পর্যায়েই মাঠ থেকে বের করে দেয়া হয়। কিন্তু চাকরিপ্রার্থীরা সেখান থেকে না গিয়ে শুরুতে সড়কের পাশে অবস্থান নেন, পরে বিক্ষোভে অংশ নেন।
বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সাময়িকভাবে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে তারা কারাগারের সামনের সড়কের পাশে বসে অবস্থান ধর্মঘট চালিয়ে যান। বিকেল সোয়া ৪টার দিকে তারা সেখান থেকে চলে যান।
আরো পড়ুন:
এইচএসসি পাসে চাকরি দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ
এক্সিম ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
পাবনা থেকে আসা চাকরিপ্রার্থী বিজয় কুমার বলেন, ‘‘নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ৬ ইঞ্চি। অথচ যাদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চি— তাদের প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়েছে। শুধু যাদের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চির বেশি, তারাই মাঠে থেকে যাচাইয়ের সুযোগ পেয়েছেন। এতে আমাদের স্বপ্ন ভেঙে গেছে।’’
তিনি আরও অভিযোগ করেন, ‘‘যাদের বাদ দেয়া হয়েছিল, তাদের মধ্যে দুইজন প্রার্থীকে পরে কারারক্ষীরা নিয়ে গিয়ে মাঠে প্রবেশ করিয়েছেন— এই বলে যে তারা নাকি কর্মকর্তাদের আত্মীয়। অথচ ওই দুইজনের উচ্চতাও আমাদের মতোই ছিল। এটা স্বজনপ্রীতিরই প্রতিফলন।’’
রাজশাহীর কাটাখালী থেকে আসা চাকরিপ্রার্থী জোবায়ের হোসেন বলেন, ‘‘আমরা সরকারি নিয়ম মেনে উচ্চতা অনুযায়ী আবেদন করেছি। কিন্তু উচ্চতা মাপার পরই আমাদের বের করে দেয়া হয়। অন্য শারীরিক সক্ষমতার কোনো যাচাই না করেই এইভাবে বাদ দেয়া অন্যায়। সরকারি চাকরির প্রাথমিক বাছাইয়ে এমন অনিয়ম আগে দেখিনি।’’
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘‘চাকরিপ্রার্থীরা রাস্তা অবরোধ করলে আমরা গিয়ে বোঝাই। তারা মিনিট দশেক পরেই রাস্তা ছেড়ে দেন এবং সড়কের পাশে অবস্থান করতে থাকেন। পরে বিকেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান।’’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) কামাল হোসেন বলেন, ‘‘৫ ফুট ৬ ইঞ্চি ন্যূনতম যোগ্যতা মানে এই নয় যে তাদেরই নিতে হবে। স্বাভাবিকভাবে যাদের উচ্চতা বেশি, তারাই অগ্রাধিকার পাবেন। এটা সবখানেই এমনভাবে হয়।’’
তিনি আরো বলেন, ‘‘কারও আত্মীয় পরিচয়ে শারীরিক উচ্চতা কম থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেয়ার অভিযোগ সঠিক নয়। এখানে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হচ্ছে। স্বজনপ্রীতির কোনো সুযোগই নেই।’’
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ কর চ কর প র র থ অবস থ ন
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা