স্প্যানিশ লা লিগার ‘২০২৪-২৫ মৌসুমে’ চ্যাম্পিয়ন হলো এফসি বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে বৃহস্পতিবার দিবাগত রাতে ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

এই জয়ে ৩৬ ম্যাচে বার্সার সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮। ফলে লিগের বাকি দুই ম্যাচে রিয়াল জিতলেও পয়েন্ট ব্যবধান ঘোচানো তাদের জন্য আর সম্ভব নয়। ফলে মৌসুমের শেষ প্রান্তে এসেই নিশ্চিত হলো হ্যান্সি ফ্লিকের প্রথম মৌসুমেই ঘরোয়া সাফল্যের ‘ট্রেবল’।

এদিন অবশ্য শুরুতে গোল পায়নি বার্সা। প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত। এ সময় ডানদিক থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শটে গোল করেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এটি ছিল চলতি লিগে তার অষ্টম গোল। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট থেকেই দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ফারমিন লোপেজ।

আরো পড়ুন:

বার্সার অপেক্ষা বাড়িয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রাখলো রিয়াল

কোচ হিসেবে রিয়ালে ফিরলেন জাবি আলোনসো

প্রথমার্ধে বার্সেলোনা বলের দখলে এগিয়ে থাকলেও খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তনে আক্রমণে ধার বাড়ায় ফ্লিকের দল। ৭৯ মিনিটে ইয়ামালকে ফাউল করায় এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেড়া সরাসরি লাল কার্ড দেখেন। এতে ১০ জনের দলে পরিণত হয়ে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে স্বাগতিকদের জন্য।

এই জয়ে বার্সেলোনা তাদের ইতিহাসে ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো। একবিংশ শতাব্দীতে এটি তাদের ১২তম লিগ শিরোপা, যা স্পেনের শীর্ষ লিগে কোনো দলের সর্বোচ্চ অর্জন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ (৯টি)। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ বিবেচনায় একবিংশ শতাব্দীতে বার্সার চেয়ে বেশি লিগ শিরোপা জিতেছে কেবল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ (১৮টি)।

এর আগে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ এবং চলতি মাসের শুরুতে কোপা দেল রে জিতে নেয় বার্সেলোনা। লা লিগার শিরোপা নিশ্চিত করে তারা মৌসুমের ঘরোয়া ট্রেবল জয় পূর্ণ করলো।

শিরোপা উদযাপন উপলক্ষে আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলে বার্সেলোনা শহরে বিজয় মিছিল করবে ক্লাবটি। এছাড়া আগামী রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচে বার্সা খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ