ভারতের বিপক্ষে সিরিজের পর সাকিব আল হাসান সেভাবে বড় কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় মূলত শ্রীলঙ্কায় টি১০ আর আবুধাবি টি২০ লিগে খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। ২০ মার্চ বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হওয়ার খবর স্বস্তি বয়ে আনলেও ক্রিকেট মাঠে নামা হয়নি তাঁর। যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুবিধা না থাকায় অনুশীলনও করতে পারছিলেন না। এ কারণে আমিরাতে বাংলা টাইগার্সের ভেন্যু আজমানে এসে ৮ থেকে ১০ দিন অনুশীলন করেন।
নিউইয়র্কে বসেই পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পাওয়ার খবর পান। তাঁর ভারতীয় এজেন্ট রুদ্র দীপের চেষ্টায় সুযোগটা মিলেছে। ভারত-পাকিস্তান সামরিক লড়াইয়ের কারণে অনেক বিদেশি পিএসএলে ফিরতে রাজি হননি। এই সুযোগে সাকিবের ভাগ্যের শিকে ছেঁড়ে।
পাঁচ মাস পর আবার প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে খেলার সুযোগ পেলেন সব্যসাচী ক্রিকেটার। পিএসএল আজ থেকে মাঠে গড়ালেও সাকিবের দলের ম্যাচ কাল পেশোয়ার জালমির সঙ্গে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন প এসএল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় স্টেডিয়ামের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির দুই হাত, চোখ ও গলা আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা সম্ভব হয় নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম (ওসি) বলেন, যুবকের পরনে কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট ছিলো। এছাড়া তার দুই হাতে ও গলায় রশি দিয়ে বাঁধার দাগ রয়েছে। ডান চোখও আঘাতের কারণে ফুলা রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করছি অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে ফেলে গিয়েছে। আমরা পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।