কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের ‘পদবঞ্চিত’ নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড়ে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পদ না পাওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। শনিবার সন্ধ্যায় ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধরা বিএনপি কার্যালয়ের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা এনসিপির প্রতিনিধি: সালাহউদ্দিন আহমদ

‘জুলুম না করা আ.

লীগের সমর্থকরা বিএনপির সদস্য হতে পারবেন’

সদ্য বিদায়ী মহানগর ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের প্রতিবাদ চলছিল। তবে কারা আগুন দিয়েছে, তা আমার জানা নেই।”

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “বিএনপি অফিসে আগুন দেওয়া ফ্যাসিবাদের অংশ হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের অনুরোধ করেছি।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, “বিষয়টি তাদের অভ্যন্তরীণ কোন্দল হলেও আমরা তদন্ত করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আগ ন অভ য গ ব এনপ র

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ