সৈকতে ছবি তুলতে গিয়ে জোয়ারে ভেসে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
Published: 18th, May 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে ছবি তুলতে গিয়ে জোয়ারে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া সিফাতের (১৭) মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। আজ রোববার সকাল ১১টার সময় নিখোঁজ হওয়া স্থান থেকে ৫০০ গজ উত্তরে পানিতে সিফাতের মরদেহ ভেসে উঠে। পরে ডুবুরিরা তাকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিফাত বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে বেঁড়িবাধ সংস্কারে জেনেসিস ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার কাজ না করে দুই বন্ধু মিলে সমুদ্রে গোসল করতে যান। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল সহপাঠীকে দিয়ে ছবি তুলতে বলে জোয়ারের পানিতে ঝাঁপ দেন। জোয়ারের পানিতে ঝাঁপ দেওয়ার পর দীর্ঘক্ষণ হয়ে গেলেও সিফাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার সহপাঠী। পরে বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানানো হয়।
কুমিরা ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকাতে তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। প্রায় ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নগরীর আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত ৯টার পর উদ্ধার অভিযান বন্ধ রেখে আজ রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল। বেলা ১১ টার দিকে সিফাতের মরদেহ উদ্ধার করে তারা।
কুমিরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, শনিবার নিখোঁজ কিশোরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ডুবুরি দল সাড়ে ৬টায় এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার সকালের দিকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। কিন্তু সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহ ভেসে উঠে। ময়নাতদন্ত ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে পরিবারকে নিহতের মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাকরি ফিরে পেতে প্রেসক্লাবে বিক্ষোভ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুতদের
চাকরি ফিরে পাওয়াসহ চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন সময় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া একদল ব্যক্তি। আজ রোববার সকাল থেকে দিনভর জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বিকেলে প্রেস ক্লাবে আসেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলে বেরোনোর সময় তাঁদের গাড়ির সামনে শুয়ে পড়েন চাকরিচ্যুত সেনা সদস্যরা। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত সেখানে কোনো সমাধান হয়নি। আন্দোলনরতরা গাড়ির সামনে শুয়ে থাকায় প্রেস ক্লাব থেকে বের হতে পারছেন না সেনা কর্মকর্তারা।
আন্দোলনরত চাকরিচ্যুত সেনা সদস্যরা জানান, ‘বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম’ ব্যানারে আজ সকাল ৭টার পর থেকেই তাঁরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বেলা ১১টার দিকে প্রেসক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার জন্য রওনা দেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ায় এগোতে পারেননি।
বেলা ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। তিনি আন্দোলনরতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রেসক্লাবের ভেতরে আলোচনা করেন। পরে বিকেল সোয়া ৪টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দাবি-দাওয়াগুলো শুনেছি। আমরা সকল দাবি–দাওয়া নোট করেছি। এগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
সেনা কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘তাদেরকে বলেছি, সবাইকে আলাদা আলাদা করে আবেদন করতে। আবেদনের ঠিকানা আমরা দিয়ে গেছি। ইনডিভিজ্যুয়াল কেসের মেরিট অনুযায়ী আমরা বসব, আলাপ-আলোচনা করে আপনাদের যত দ্রুত সম্ভব যতখানি দেওয়া সম্ভব আমরা অ্যাড্রেস করব। এটাও বলেছি যে, সেনাবাহিনীর যে আইন-শৃঙ্খলা এটা অবশ্যই মেইনটেইন করতে হবে। আমরা মানবিকভাবে যতটুকু সাহায্য করার করব।’
তারা কি আপনাদের কথা মেনে নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন, ‘হ্যাঁ, তাঁরা মেনেছেন। তাঁরা অপেক্ষা করবেন। আমাদের কার্যক্রম আসতে আসতে চলবে।’
গতকাল তাদের একজনকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে এই সেনা কর্মকর্তা বলেন, ‘ওটা একটা আইনগত বিষয়। মামলার বিষয় এবং তাঁকে আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমরা করব।’ আট শ’র মতো আবেদন জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, ‘যার মধ্যে এক শ’র বেশি আমরা অ্যাড্রেস করেছি।’
আপনাদের কথায় কি তারা সন্তুষ্ট কি না জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বলেন, ‘মনে তো হলো সন্তুষ্ট।’ সবশেষে তিনি এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ জানান।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রেসক্লাব থেকে বের হতে যান। এ সময় তাঁর গাড়িবহরের সামনে চাকরিচ্যুতরা শুয়ে পড়েন। পরে প্রেসক্লাবের ভেতর থেকে গাড়ি আর বের হতে পারেনি।
পরে আমিনুর রহমান আবার গাড়ি থেকে নেমে সবাইকে বোঝান। তবে তাঁর কথার বিপরীতে চাকরিচ্যুতরা প্রেসক্লাবে বসেই সমাধান করতে বলেন। বিকেল পৌনে ৬টা পর্যন্ত এই অবস্থা চলছে। প্রেসক্লাবের ভেতরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান প্রেসক্লাবের ভেতরে অবস্থান করছেন।