ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৮ মে) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি নিয়ে চাকসু, কলার ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সারাদেশে মানুষ মরে, ইন্টেরিম কী করে’  ইত্যাদি স্লোগান দেন।

আরো পড়ুন:

জবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি

তিতুমীর কলেজে মানসিক স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মসূচি

সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা আমাদের ছাত্র-রাজনীতির জন্য কলঙ্কজনক অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “এই হত্যাকাণ্ড প্রমাণ করে, দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ না। শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের সব শিক্ষাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল হত য র

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ