আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: নির্বাচন কমিশনার মাছউদ
Published: 19th, May 2025 GMT
নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না।
আজ সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫: পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নির্বাচন কমিশনার।
আবদুর রহমান মাছউদ আরও বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। যত দিন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হচ্ছে, তত দিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনার আরও বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
সোনারগাঁও পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ
সোনারগাঁয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার সাহাপুর সোনারগাঁ উপজেলা মূক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে সদস্য পদ নবায়ন ফরম বিতরণ করা হয়।
সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ এর সঞ্চালনায় ও পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম প্রধান, হাজী শাহজালাল, বিএনপি নেতা বকুল মিয়া, জাহের উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ-আহবায়ক আলন, পৌরসভা ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আল আমিন, বিএনপি নেতা রফিক, সজিব, পৌর যুবদল নেতা মাসুদ, জামান ও শহিদ মিয়া প্রমুখ।