নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না।

আজ সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫: পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নির্বাচন কমিশনার।

আবদুর রহমান মাছউদ আরও বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। যত দিন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হচ্ছে, তত দিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচন কমিশনার আরও বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

জুলিয়া ফিরলেন কানে, স্বৈরশাসকদের নিশানায় তারিক সালেহ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে সোমবার ফিরে এলেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকোর্নো। ২০২১ সালে ‘টিটান’ ছবির জন্য পাম দ’ওর জয়ী এই পরিচালক এবার হাজির হয়েছেন তার নতুন ছবি ‘আলফা’ নিয়ে। একই দিন প্রতিযোগিতার অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে সুইডিশ-মিশরীয় পরিচালক তারিক সালেহর রাজনৈতিক থ্রিলার ‘ঈগলস অফ দ্য রিপাবলিক’

সিনেমাটি দিয়ে চার বছর পর কানে ফিরলেন জুলিয়া দুকোর্নো। তার নতুন ছবি আলাফাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আগ্রহ। ছবিতে দেখা যাবে কিশোরী ‘আলফা’র জীবন, চরিত্রে নতুন মুখ মেলিসা বোরোশ। ছবির অন্যান্য চরিত্রে আছেন গোলশিফতে ফারাহানি ও তাহার রহিম। ‘টিটান’-এর চেয়ে অনেক বেশি সংযত নির্মিত এ ছবিকে বলা হচ্ছে পরিচালক দুকোর্নোর সবচেয়ে নিজস্ব ভাবনা চিন্তার দিক।

একই দিন প্রতিযোগিতায় অংশ নেয় ‘ঈগলস অফ দ্য রিপাবলিক, যা মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনব্যবস্থাকে নিশানা করেছে। সালেহ বলেন, “আমি ওনার  ভক্ত না, কিন্তু তিনিই আমার সিনেমায় বারবার আসেন কারণ তিনি বাস্তবতার অংশ।

 এদিকে সোমবার লালগালিচায় নজর কাড়েন ইসাবেল হুপার, যিনি তার নতুন ছবি `লা ফেমে লা প্লাস রিচ ডু মন্ড' এর প্রদর্শনীতে হাজির হন।

এছাড়া বিতর্কের জন্ম দেন কেভিন স্পেসি। যৌন নিপীড়নের একাধিক মামলায় অভিযুক্ত এই অভিনেতা ‘Better World Fund’-এর উদ্যোগে সম্মাননা পাচ্ছেন কানে। আয়োজকেরা জানান, “তিনি বিচারে নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং তার শিল্পমেধার জন্য সম্মানপ্রাপ্য।”

সম্পর্কিত নিবন্ধ