ইসি ভবনের মূল ফটকে এনসিপির নেতাকর্মীরা
Published: 21st, May 2025 GMT
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কার্যত নির্বাচন ভবনের ফটক অবরুদ্ধ করে রেখেছেন তারা।
বুধবার (২১ মে) সকাল থেকেই নির্বাচন ভবনের নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং সেনা সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। তবে, বেলা দেড়টার দিকে সেই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা নির্বাচন ভবনের মূল ফটকের একেবারে সামনে গিয়ে অবস্থান নেন।
ইসি বিশেষ রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করছে এনসিপি। অন্যদিকে, ফ্যাসিস্ট সরকারের করা আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসিরও পুনর্গঠন চেয়েছে দলটি।
এছাড়াও বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির প্রতি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি দিয়েছে দলটি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনাররা পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা/সুকান্ত/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ভবন র অবস থ ন এনস প
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি