টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে। তবে স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে যাচ্ছেন না পেসার নাহিদ রানা। বর্তমানে তিনি বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে আছেন। সেখান থেকে নাহিদ দেশে ফিরে আসবেন।

২২ বছর বয়সী এই পেসারের পাকিস্তান না যাওয়ার খবর নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, নাহিদ সম্প্রতি পাকিস্তান সফরে যুদ্ধ-পরিস্থিতির ট্রমায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে নাহিদ না গেলেও একই সফরে তাঁর সঙ্গে থাকা রিশাদ পাকিস্তানে যাচ্ছেন।

গত মাসে পাকিস্তানে পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়েছিলেন নাহিদ। মে মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল বন্ধ হয়ে যায়। এর মধ্যে নাহিদের দল পেশোয়ার ও রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়ও ড্রোন হামলা হয়।

পিএসএল স্থগিতের পর দুজনই দেশে ফিরে আসেন। পরে বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে তিন টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ মে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তবে নাহিদ রানা এবং কোচিং স্টাফের দুই সদস্য স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তানে যাচ্ছেন না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ