পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা, কারণ কী পুরোনো ভয়
Published: 21st, May 2025 GMT
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে। তবে স্কোয়াডে থাকলেও দলের সঙ্গে যাচ্ছেন না পেসার নাহিদ রানা। বর্তমানে তিনি বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে আছেন। সেখান থেকে নাহিদ দেশে ফিরে আসবেন।
২২ বছর বয়সী এই পেসারের পাকিস্তান না যাওয়ার খবর নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেছেন, নাহিদ সম্প্রতি পাকিস্তান সফরে যুদ্ধ-পরিস্থিতির ট্রমায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে নাহিদ না গেলেও একই সফরে তাঁর সঙ্গে থাকা রিশাদ পাকিস্তানে যাচ্ছেন।
গত মাসে পাকিস্তানে পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে গিয়েছিলেন নাহিদ। মে মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ালে পিএসএল বন্ধ হয়ে যায়। এর মধ্যে নাহিদের দল পেশোয়ার ও রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায়ও ড্রোন হামলা হয়।
পিএসএল স্থগিতের পর দুজনই দেশে ফিরে আসেন। পরে বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে তিন টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ২৫ মে পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তবে নাহিদ রানা এবং কোচিং স্টাফের দুই সদস্য স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তানে যাচ্ছেন না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল দ শ দল
এছাড়াও পড়ুন:
অবিবাহিত ভাবনা মা হতে যাচ্ছেন
কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ভাবনা রামান্না। রুপালি জগতে ভাবনা নামেই পরিচিত। ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। এবার এই অভিনেত্রী জানালেন— জমজ সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।
বেবি বাম্পের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভাবনা। আইভিএফ (ইন–ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে যাচ্ছেন। উচ্ছ্বসিত ভাবনা বলেন, “নতুন অধ্যায়, নতুন ছন্দ। আমি কখনো কল্পনাও করিনি এই কথা বলতে পারব। কিন্তু এখন আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। জমজ সন্তান আসছে। আমি কৃতজ্ঞ।”
এ বয়সে মা হওয়ার বিষয়ে ভাবনা বলেন, “আমার বয়স যখন ২০ এবং ৩০ বছর, তখন মাতৃত্ব নিয়ে ভাবিনি। যখন আমার বয়স ৪০, তখন ইচ্ছাটা অপ্রতিরোধ্য হয়। কিন্তু অবিবাহিত নারী, সুতরাং এই যাত্রা সহজ নয়। অনেক আইভিএফ ক্লিনিক আমাকে ফিরিয়ে দেয়।”
আরো পড়ুন:
রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?
ফের আইটেম গানে নাচবেন কারিনা?
পরের ঘটনা বর্ণনা করে ভাবনা বলেন, “তারপর আমি ডা. সুষমার সঙ্গে দেখা করি। কোনো ভাবনাচিন্তা ছাড়াই তিনি আমাকে স্বাগত জানান। তার সহযোগিতায় এবং প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি।”
এই সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের পুরো সমর্থন পেয়েছেন ভাবনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার বাবা, ভাই-বোনেরা ভালোবাসার সঙ্গে আমার পাশে দাঁড়িয়েছে। কেউ কেউ আমার এই পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন— কিন্তু আমি জানতাম: আমি প্রস্তুত ছিলাম।”
অনাগত সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনা বলেন, “আমার সন্তানদের বাবা থাকবে না এটা ঠিক। কিন্তু আমার বাড়িতে শিল্প-সংস্কৃতি, সংগীত এবং সীমাহীন ভালোবাসা নিয়ে বড় হবে। তারা মানুষ হিসেবে দয়ালু, আত্মবিশ্বাসী হবে। তারা যেখান থেকে এসেছে, তা নিয়ে গর্বিত হয়ে বেড়ে উঠবে।”
অবিবাহিত হয়েও মা হওয়ার সিদ্ধান্ত কোনো বিদ্রোহ নয়। ভাবনার ভাষায়— “আমি কোনো বিদ্রোহ করার জন্য এই পথ বেছে নিইনি। আমি আমার সত্যকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার গল্প একজন নারীকেও নিজের উপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করে, তাহলে সেটাই যথেষ্ট। খুব শিগগির দুটি ছোট্ট আত্মা আমাকে ‘আম্মা’ বলে ডাকবে— এটাই সবকিছু।”
ঢাকা/শান্ত