অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনের সময় ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং বিভিন্ন দেশ এ তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

বুধবার কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি সরকারি মিশনে ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা প্রতিনিধি দলটিকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে। কারণ তারা এমন একটি এলাকায় প্রবেশ করেছিলেন যেখানে তাদের থাকার অনুমতি ছিল না। এতে কেউ আহত হয়নি।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কমান্ডার ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

এতে বলা হয়েছে, “কর্মকর্তারা কূটনীতিকদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন এবং বিষয়টি নিয়ে পরিচালিত প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে তাদের আপডেট জানাবেন।”

আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ঘটনাটি বাস্তবতা তুলে ধরে এবং অধিকৃত পশ্চিম তীরের যে কেউ ইসরায়েলি আক্রমণের শিকার হতে পারে।

তিনি বলেছেন, “ফিলিস্তিনি ভূখণ্ডের এই স্থানগুলো সম্পূর্ণ অবরুদ্ধ - দখলকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম এবং আশেপাশের এলাকায় চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে কয়েক হাজার ফিলিস্তিনিকে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, প্রতিনিধিদলের সদস্যদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এই সময়  দলটির কাছে গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে। এসময় আড়ালের জন্য তারা দৌড়াতে শুরু করেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক টন ত ক ইসর য

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ