অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনের সময় ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং বিভিন্ন দেশ এ তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

বুধবার কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি সরকারি মিশনে ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা প্রতিনিধি দলটিকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে। কারণ তারা এমন একটি এলাকায় প্রবেশ করেছিলেন যেখানে তাদের থাকার অনুমতি ছিল না। এতে কেউ আহত হয়নি।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কমান্ডার ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

এতে বলা হয়েছে, “কর্মকর্তারা কূটনীতিকদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন এবং বিষয়টি নিয়ে পরিচালিত প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে তাদের আপডেট জানাবেন।”

আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ঘটনাটি বাস্তবতা তুলে ধরে এবং অধিকৃত পশ্চিম তীরের যে কেউ ইসরায়েলি আক্রমণের শিকার হতে পারে।

তিনি বলেছেন, “ফিলিস্তিনি ভূখণ্ডের এই স্থানগুলো সম্পূর্ণ অবরুদ্ধ - দখলকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম এবং আশেপাশের এলাকায় চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে কয়েক হাজার ফিলিস্তিনিকে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, প্রতিনিধিদলের সদস্যদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এই সময়  দলটির কাছে গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে। এসময় আড়ালের জন্য তারা দৌড়াতে শুরু করেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক টন ত ক ইসর য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ