ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘তাদের সঙ্গে আমাদের আলোচনা কোনো দিশা পাচ্ছে না!’

ট্রাম্প হুমকি দিয়ে আরও বলেন, যেসব আইফোন আমেরিকায় তৈরি হয় না, সেগুলোর ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে।

‘আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি আমেরিকায় বিক্রি হওয়া আইফোনগুলো আমেরিকাতেই তৈরি এবং নির্মিত হবে, ভারত বা অন্য কোথাও নয়,’ বলেন ট্রাম্প।

‘যদি তা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে অ্যাপলের কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে,’ তিনি যোগ করেন।

এদিকে ট্রাম্পের এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইইউ বাণিজ্য।

হোয়াইট হাউসে ফেরার পর থেকে, ট্রাম্প বিভিন্ন দেশের ওপর দফায় দফায় শুল্ক আরোপ করে যাচ্ছেন এবং হুমকি দিয়ে যাচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইফ ন শ ল ক আর প র ওপর ইউর প

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ