সারা দেশে কর্মবিরতির পাশাপাশি আমদানি-রপ্তানি বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

চারটির অধিকাংশ দাবি পূরণে সরকারের আশ্বাস এবং সমঝোতা হওয়ায় কর্মবিরতির কর্মসূচি আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় ঐক্য পরিষদের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে কী কী সমঝোতা হয়েছে-তা তিনি বিস্তারিত জানাননি।

আরো পড়ুন:

দুই বিভাগ গঠন
৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী: অর্থ মন্ত্রণালয়

এনবিআরের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা

এর আগে বিকেলে এনবিআরের নিচতলায় ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে চারটি দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়। যার মধ্যে ছিল ২৬ মে সারা দেশে কর্মবিরতির পাশাপাশি আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা। তবে ওষুধ ও জীবন রক্ষাকারী পণ্য আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছিল। সরকারের আশ্বাসে এসব কর্মসূচি স্থগিত থাকবে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (ইআরডি) সম্প্রতি এক অধ্যাদেশের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করা হয়। যার একটি রাজস্ব নীতি অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা। এর প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কয়েকদিন ধরে নানা কর্মসূচি দিয়ে আসছে। এবার সরকার তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় কর্মসূচি স্থগিত করল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

ঢাকা/এনএফ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনব আর

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ