কর্মীদের কাজ বিশ্লেষণের জন্য এআই টুল ব্যবহার করেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন
Published: 27th, May 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু কোড লেখার কাজেই নয়, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি এক পডকাস্টে গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন জানিয়েছেন, কর্মীদের কাজ বিশ্লেষণ, দায়িত্ব বণ্টন এবং চোখে না পড়া মেধাবী কর্মীদের চিহ্নিত করতে এআই ব্যবহার করছেন তিনি।
পডকাস্টে সের্গেই ব্রিন জানিয়েছেন, তিনি গুগলের ‘জেমিনি’ উন্নয়ন দলের কর্মীদের পরিচালনা করতে নিয়মিত এআই ব্যবহার করেন। এআই টুলটি কর্মীদের আদান-প্রদান করা দীর্ঘ আলোচনা বিশ্লেষণ করে বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দিতে পারে। এমনকি কোন সদস্য কী নিয়ে কাজ করছেন, কে ভালো করছেন বা কোন কাজ কার হাতে দেওয়া উপযুক্ত হবে—এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারে। এসব তথ্যের মাধ্যমে কে কোন বিষয়ে এগিয়ে আছে এবং কীভাবে কর্মীদের মধ্যে কাজ ভাগ করতে হবে, তা জানা যায়।
এআই ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে সের্গেই ব্রিন বলেন, ‘একবার এআই এমন একজন তরুণী প্রকৌশলীকে চিহ্নিত করে, যিনি খুব বেশি কথা বলেন না বলে আমার চোখে পড়েননি। পরে যখন তার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলি, তখন তিনিও স্বীকার করেন, হ্যাঁ, সে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে। এআইয়ের বিশ্লেষণের ভিত্তিতে ওই কর্মীকে পরে পুরস্কৃত করা হয়। গণিত, প্রোগ্রামিং বা নির্দিষ্ট কিছু জটিল কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় মানুষের চেয়ে বেশি কার্যকর হতে পারে।’
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, গুগলের তৈরি নতুন কোডের এক-চতুর্থাংশের বেশি কোড বর্তমানে এআইয়ের মাধ্যমে তৈরি হচ্ছে। শুধু তা-ই নয়, গুগলে এআই ব্যবহারের পরিধি কেবল প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এআই ব যবহ র কর ম দ র
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত