৩৪ কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার, গ্রেপ্তার ৪
Published: 27th, May 2025 GMT
রাজধানী ঢাকার বেইলি রোড এলাকা থেকে তিনটি কষ্টিপাথরের মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি উদ্ধার করেছে র্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ( ২৭ মে ) রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জের কার্যালয়ে র্যাব-১০ এর অধিনায়ক মো. কামরুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, জাকির হোসেন (৬৫ ), মোস্তফা (৪৫), আনারুল (৪৮) ও হাবিবুর (৪২)।
র্যাবের এই অধিনায়ক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ জানতে পারে, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে কষ্টিপাথর ও বিদেশি মদের বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুদ করে রেখেছেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি দল বিকেল ৪টায় ঢাকার বেইলি রোডের বেইলি হাইটসের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকার তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং ৪০ লাখ টাকার ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় চার জনকে গ্রেপ্তার করাা হয়।
আরো পড়ুন:
শিবচরে র্যাব পরিচয়ে প্রতারণা: বরখাস্ত হওয়া সেনা সদস্য আটক
খুলনায় ১৯ মামলার আসামি সাগর গ্রেপ্তার
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এ ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ঢাকা/শিপন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫