ঈদযাত্রায় ট্রেনের টিকিট নিয়ে হয়রানি ও কালোবাজারি: ৮ স্টেশনে দুদকের অভিযান
Published: 28th, May 2025 GMT
ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে দেশের আটটি বড় রেলস্টেশনে অভিযান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান পরিচালিত হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) বিভাগ আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযান চালাবে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি রংপুর, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী রেলস্টেশনে এই অভিযান পরিচালিত হবে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু করা হচ্ছে। যাত্রীসেবা, টিকিট বিক্রি, কালোবাজারি, রেলের কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এবং অন্যান্য দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন