ফরিদপুরে বিসিএস জেনারেল শিক্ষকদের বিভাগীয় সমাবেশ
Published: 30th, May 2025 GMT
ফরিদপুরে বিসিএস জেনারেল শিক্ষকদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দিনব্যাপী বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে ফরিদপুর জেলার সম্মেলন ও বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মনজুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড.
সমাবেশে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার বিসিএস শিক্ষকরা অংশ নেন। সমাবেশের আগে শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, শিক্ষকদের কাঙ্ক্ষিত পদোন্নতি হচ্ছে না, আন্তঃক্যাডারে বৈষম্য বাড়ছে। ২০১৪ সাল থেকে নতুন করে কোনো পদ সৃষ্টি না হওয়ায় আজকের এই সংকট তৈরি হয়েছে। দাবি আদায়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পদোন্নতিসহ নানা সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব স এস জ ন র ল
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি