বাংলাদেশ খেলাফত যুব মজলিস বলেছে, ইসলামের স্বার্থ রক্ষার শর্তে তারা অন্তর্বর্তী সরকারের পাশে আছে। সরকার যত দিন ইসলাম ও মানবতার পক্ষে কাজ করবে, তৌহিদি জনতা তাদের পাশে থাকবে। অন্যথায় সরকার জনগণের বিশাল একটি অংশের সমর্থন হারাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বৃহস্পতিবার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দাওয়াতি মিছিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

সংস্কারকাজে সরকার দেশের আলেমদের উপেক্ষা করছে বলে অভিযোগ করেন খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি বলেন, ইসলামি মূল্যবোধ বিবেচনায় না নিয়ে সরকার যে সংস্কারের কথা বলছে, তা প্রকৃত পরিবর্তন আনতে ব্যর্থ হবে। সত্যিকার সংস্কার শুধু ইসলামি নীতিমালার ভিত্তিতেই সম্ভব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফরিদপুর, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঝিনাইদহ, যশোর, বগুড়া, নোয়াখালী, মানিকগঞ্জ, দোহার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দাওয়াতি মিছিলের আয়োজন করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম সরক র

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

রাকসু নির্বাচন: শেষ দিনে ছাত্রদল নেতার প্রার্থিতা প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগ-পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা ও টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক বিল্ডিংগুলোতে হবে, এজন্য ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।”

ঢাকা/ফাহিম/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান
  • ‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
  • দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ
  • রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা