নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত মুষলধারে বৃষ্টিপাতের পর নাইজার রাজ্যের গ্রামীণ শহর মোকওয়ায় বন্যা আঘাত হেনেছে।
নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনএসইএমএ) মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি শনিবার জানিয়েছেন, মোকওয়া থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আরো মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১৫১ জনে পৌঁছেছে।
তিনি বলেন, বন্যায় কমপক্ষে তিন হাজার ১৮ জন বাস্তুচ্যুত হয়েছে এবং ২৬৫টি বাড়ি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। অনেকে নাইজার নদীতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ট্যাঙ্কো আল জাজিরাকে বলেছেন, “আমরা সবকিছু হারিয়েছি। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, সম্পত্তি চলে গেছে। আমরা এই বাড়ি থেকে কমপক্ষে ১৫ জনকে হারিয়েছি।”
আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি বলেছেন, “আমি কেবল আমার রাতের পোশাক নিয়ে পালিয়ে এসেছি। এখন, আমি আমাদের বাড়ি কোথায় ছিল তাও শনাক্ত করতে পারছি না।”
প্রেসিডেন্ট বোলা টিনুবু জানিয়েছেন, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে