পঞ্চগড় সদর উপজেলার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে এক রাতেই ৫টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (২ জুন) সকালে কবরের মাটি খোঁড়া দেখে কঙ্কাল চুরির ঘটনা প্রকাশ পায়। এর আগে, রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চুরিকৃত কঙ্কালগুলো হলো- তসিরুল আলম, রাইয়ান আজমি বিজয়, হামিদা বেগম, তোজো ও আব্দুস সাত্তারের।

এলাকাবাসী বলেন, সোমবার সকালে তেলিপাড়ার বাসিন্দা আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে এসে কবরের মাটি খোঁড়া দেখতে পান। তাৎক্ষণিক কবরস্থান কমিটি ও স্থানীয়দের বিষয়টি জানান তিনি। পরে মাটি খোঁড়া কবরের মাটি সরিয়ে সেগুলোতে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

আরো পড়ুন:

সাইকেল চোরকে ঝুলিয়ে মারধর, থানায় গিয়ে চাইলেন বিচার

সড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকসহ ১৭ গরু লুট

কাগজিয়াপাড়া কবরস্থান কমিটির সহ-সভাপতি হাসিবুল করিম বলেন, ‘‘কবরস্থানটি পুরোপুরি অরক্ষিত। ধারণা করছি, গভীর রাতে দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।’’

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কবরস থ ন কবর র

এছাড়াও পড়ুন:

বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক  

মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় বন্দরে  ৫ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃত মাতালরা হলো বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকার ইদ্রিস আলী মিয়ার  ছেলে সাগর (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে বাচ্চু (৫২) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মামুন (৪০)।

সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত মনছুর আলী ছেলে ইকবাল হোসেন (৫০) ও বাগদোবাড়ীয়া এলাকার ইমরান মিয়া মিয়ার ছেলে স্বপন (২৪) ।

পুলিশ আটককৃতদের রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই)  দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা গভীর রাতে মাতাল অবস্থায়  রাস্তায় হৈচৈ ও জনমনে বিরক্তি সৃষ্টি করার সময় এদেরকে আটক করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, দর্জি নিহত
  • রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের হাসপাতালে মৃত্যু
  • বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক