মৌলভীবাজারের জুড়ীতে অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের স্রোতের টানে পানিতে ডুবে রিয়াদ আহমদ (১৩) নামের এক কিশোর মারা গেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে ডুবে যাওয়া ফাহিম আহমদ (১৫) নামের আরেক কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচেছে। ঘটনাটি ঘটে আজ সোমবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমোড়া এলাকায়।

মারা যাওয়া রিয়াদ পাশের সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল এলাকার বাসিন্দা সৌদি আরবপ্রবাসী পাখি মিয়ার ছেলে। সে স্থানীয় বিশ্বনাথপুর জালালিয়া হাফিজিয়া মাদ্রাসায় হিফজ শ্রেণিতে পড়ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় নিচু স্থান ডুবে গেছে। বিকেল সাড়ে চারটার দিকে রিয়াদ ও প্রতিবেশী ব্যবসায়ী পাখি মিয়ার ছেলে ফাহিম ঘুরতে বের হয়। রানীমোড়া এলাকায় তলিয়ে যাওয়া রাস্তা পার হওয়ার সময় প্রবল স্রোতের টানে রিয়াদ ডুবে যায়। তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে ফাহিমও ডুবে যায়। পরে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে গিয়ে দুজনকে টেনে তোলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রিয়াদ মারা যায়। প্রাথমিক চিকিৎসার পর ফাহিম সুস্থ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, রানীমোড়ার কাঁচা রাস্তার পাশে গভীর ডোবা রয়েছে। প্রবল স্রোতের কারণে ডুবে যাওয়া রাস্তা থেকে ডোবায় পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিনা ময়নাতদন্তে রিয়াদের লাশ পেতে স্বজনেরা আবেদন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফাহিম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১