গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক
Published: 3rd, June 2025 GMT
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঘরে ফিরছে মানুষ। ঢাকা ও আশপাশের এলাকায় কর্মরত মানুষদের ঈদযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত ঈদযাত্রায় ভোগান্তির খবর পাওয়া যায়নি।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোথাও যানজট নেই। তবে, মঙ্গলবার (৩ মে) ১০ ভাগ পোশাক কারখানায় ছুটি হওয়ায় বিকেলে যানবাহনের চাপ বাড়বে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে একের পর এক যাচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদযাত্রা হচ্ছে নির্বিঘ্ন। মহাসড়কে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচলও স্বাভাবিক আছে।
পরিবহন মালিকরা বলছেন, যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা আছে। তাহলে ওই এলাকায় যানবাহনের গতি ধীর হতে পারে। তাতে, যানজট হওয়ার আশঙ্কা আছে।
শিল্প পুলিশ ও শিল্প কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা আছে। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ কর্মী।
এবার পোশাক কারখানাগুলোতে তিন পর্বে ঈদের ছুটি হবে। আজ মঙ্গলবার ১০ ভাগ, আগামীকাল বুধবার ৪০ ভাগ এবং পরদিন বৃহস্পতিবার ৫০ ভাগ কারখানায় ঈদের ছুটি শুরু হবে।
গাজীপুর মেট্রপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম