৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ
Published: 3rd, June 2025 GMT
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৃতীয় শ্রেণির এক কর্মচারীর ৩৬টি ফ্ল্যাটের মালিকানা থাকার অভিযোগে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ২৫ মে তদন্ত কমিটি গঠন করে রাজউক। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। অভিযুক্ত কর্মচারী হলেন, রাজউকের পরিদর্শক কাজী আমীর খশরু।
১৮ মে সমকালে ‘ঢাকায় রাজউকের এক পরিদর্শকের ৩৬ ফ্ল্যাট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ৩৬টি ফ্ল্যাট ছাড়াও তিনটি প্লটের বিষয় উল্লেখ করা হয়। এরপরই রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রাজউকের অফিস আদেশে বলা হয়, ‘১৮ মে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। নিয়োগপ্রাপ্ত তদন্ত কর্মকর্তাকে পত্র জারির ৩০ কার্যদিবসের মধ্যে রাজউকের চেয়ারম্যান বরাবর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ অফিস আদেশটি জারি করেন রাজউকের পরিচালক (প্রশাসন) এবিএম এহছানুল মামুন।
তদন্ত কর্মকর্তা কোন বিষয়গুলো তদন্ত করবেন সে প্রসঙ্গে রাজউকের বোর্ড সদস্য (প্রশাসন) ড.
উৎস: Samakal
কীওয়ার্ড: র জউক র জউক র সমক ল
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।