আদাবরে চালু হলো বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১৮তম শাখা
Published: 3rd, June 2025 GMT
শিশুদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে রাজধানীর আদাবরে চালু হলো বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১৮তম শাখা। কোরবানির ঈদ সামনে রেখে রঙিন আয়োজনে নতুন শাখার উদ্বোধন করা হয় আদাবরের শম্পা মার্কেটে।
‘হাম্বা স্পেশাল ঈদ’ থিমে নবনির্মিত এই শাখায় থাকছে ৯ দিনব্যাপী ঈদ আয়োজন। রয়েছে ম্যাজিক শো, ফ্যাশন শো, পাপেট শো, ঈদ ব্লাস্টসহ শিশুদের পছন্দের নানা আয়োজন। শাখাটিকে সাজানো হয়েছে শিশুদের উপযোগী রাইড ও সংগীতভিত্তিক থিমে, যা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৮ সাল থেকে শিশুদের স্বাস্থ্যসম্মত ও সুরক্ষিত বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে বাবুল্যান্ড। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রতিটি শাখাই শিশুর সৃজনশীলতাকে উৎসাহিত করতে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে নির্মিত।
উদ্বোধনী দিনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, ‘বাবুল্যান্ডের কথা আগেও শুনেছি, তবে এবার প্রথম এলাম। মেয়ে খুব খুশি, মনে হচ্ছে আরও আগেই আসা উচিত ছিল।’ আরেক অভিভাবক বলেন, ‘মোহাম্মদপুর শাখায় যাওয়ার পর থেকে আমার ছেলে নাকিফ এখন বাবুল্যান্ড ছাড়া কিছুই বোঝে না।’
বাবুল্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক কলিন্স বলেন, স্মার্টফোনে আসক্ত শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। তাদের সক্রিয় রাখতে ও সৃজনশীলভাবে গড়ে তুলতেই বাবুল্যান্ডের এই উদ্যোগ।
সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইশনাদ চৌধুরী বলেন, ‘একটি সুস্থ প্রজন্ম গড়তে আমরা চাই, শিশুরা প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার থেকে সরে এসে খেলাধুলার মাধ্যমে বড় হোক।’
আদাবরের শম্পা মার্কেটের লেভেল-১-এ বাবুল্যান্ডের এই নতুন শাখা প্রতিদিন খোলা থাকবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন
১৮তম জাতীয় উশু প্রতিযোগিতা-২০২৫ শেষ হয়েছে। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৬টি স্বর্ণপদক জিতে তারা চ্যাম্পিয়নশিপ জিতে নেয়।
অন্যদিকে, উশুতে ১৬ বছরের রাজত্ব হারিয়েছে আনসার ও ভিডিপি। দীর্ঘদিনের অহংকার উশুর শিরোপা হারিয়ে, সাতটি স্বর্ণ জিতে প্রথম রানারআপ হিসেবে এবারের জাতীয় উশু প্রতিযোগিতা শেষ করেছে সার্ভিস দলটি। তিনটি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছে দিনাজপুর জেলা এবং একটি স্বর্ণপদক জিতে চতুর্থ স্থান লাভ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্তি হয় গতকাল রবিবার (২৭ জুলাই)। পুরষ্কার বিতরণ ও সমাপনীর প্রধান অতিথি হিসেবে চীনা দূতাবাসের সম্মানিত কালচারাল কাউন্সিলর লী শাওপেং উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। আরও উপস্থিত ছিলেন উশুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ ফেডারেশন ও অন্যান সংস্থার কর্মকর্তাবৃন্দ।
এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার এবং বিকেএসপিসহ মোট ২৮টি দলের প্রায় ৪১৮ জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার ছিল মোট ২৭টি স্বর্ণপদক ইভেন্ট। এরমধ্যে সান্দা ফাইটে ছিল ১৯টি এবং তাওলুতে ৮টি ইভেন্ট। প্রতিযোগিতার শেষে বিভিন্ন শ্রেণিতে সর্বমোট ১০৮টি পদক (স্বর্ণ, রৌপ্য ও তাম্র) প্রদান করা হয়।
বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি স্বর্ণপদক বিজয়ীকে এওয়ার্ড স্পন্সর প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হয়। দলীয় চ্যাম্পিয়নদের হাতে তুলে দেয়া হয় ট্রফি। এছাড়াও সকল প্রতিযোগীকে টি-শার্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এর আগে, গত ২৩ জুলাই (মঙ্গলবার), উক্ত ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতার খেলাসমূহ শুরু হয় এবং বৃহস্পতিবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, এনডিসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উশুর অন্যতম মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন।
উল্লেখ্য, জাতীয় প্রতিযোগিতা শেষে স্বর্ণ ও রৌপ্যপদক জয়ীদের প্রাধান্য দিয়ে আগামী ১লা আগস্ট থেকে মিরপুর ক্রীড়া পল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে নিতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন।
ঢাকা/আমিনুল