রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজাবাজার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল বাকী (৬৮)। তিনি তেজগাঁও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

ওসি ইমাউল হক বলেন, আবদুল বাকী ১০ তলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আবদুল বাকী পরিবার নিয়ে পূর্ব রাজাবাজার এলাকায় নিজের ফ্ল্যাটে বসবাস করতেন বলে জানান পুলিশ কর্মকর্তা ইমাউল হক। তিনি বলেন, আবদুল বাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আবদুল বাকীর গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালখালীতে। তবে তিনি রাজাবাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন বলে জানায় পুলিশ।‘

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ব ক

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ