ছয় মাস অর্থাৎ আগামী জুলাই–ডিসেম্বরের জন্য ১২ লাখ ৭৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে সিঙ্গাপুরের তিন প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর প্রাইভেট, ভিটল এশিয়া প্রাইভেট ও সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ৭৪ কোটি ৯১ লাখ ১৮ হাজার ১২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ১৩৯ কোটি টাকা।

আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য আন্তর্জাতিক দরপ্রস্তাব আহ্বান করা হলে ৯টি প্রতিষ্ঠান তাতে অংশ নেয়। এর মধ্যে আটটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরি মূল্যায়নে রেসপনসিভ হয়। তবে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় পেট্রোচায়না ইন্টারন্যাশনাল, ভিটল এশিয়া ও সায়নোকেম ইন্টারন্যাশনাল।

২০২৪ সালের ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদনের পর এ বছরের ২ জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করে।

ক্রয় কমিটিতে এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কানাডা ও রাশিয়া থেকে ৭০ টন এমওপি সার ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ব্যয় হবে ৩৭৯ কোটি ৫৫ লাখ টাকা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত ল আমদ ন প রস ত ব উপদ ষ ট আমদ ন র অন ম দ সরক র

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ