কসমেটিকস আমদানিতে ট্যারিফ ভ্যালু কমানোর দাবি
Published: 4th, June 2025 GMT
প্রসাধনী সামগ্রী আমদানিতে ট্যারিফ ভ্যালু কমানোর দাবি জানিয়েছে এ খাতের সংগঠন বাংলাদেশ কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর সব দেশের তুলনায় বাংলাদেশে আমদানি করা পণ্যের ওপর শুল্ক সবচেয়ে বেশি। অস্বাভাবিক শুল্কায়ন মূল্যের কারণে ভোক্তারা কম মূল্যে পণ্য কিনতে পারছেন না। গত তিন বছর ধরেই বিভিন্ন পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক, আমদানি শুল্ক ও ভ্যাট বাড়ানোর কারণে আমদানিকারকরা ব্যবসায়িক হুমকির মুখে রয়েছেন।
এরমধ্যে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কিছু পণ্যের ওপর অস্বাভাবিক ট্যারিফ ভ্যালু আরোপ করা হয়েছে। বিশেষ করে মেকআপ, লিপস্টিক, পাউডার, ফেসওয়াশসহ কয়েকটি প্রসাধনী-সামগ্রী আমদানি পর্যায়ে ট্যারিফ ভ্যালু দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। এটি অস্বাভাবিক ও অসঙ্গতিপূর্ণ। এর ফলে বৈদেশিক মুদ্রা পাচার হবে, আমদানি ও রাজস্ব কমবে, চোরাচালান ও নকল পণ্যের সরবরাহ বেড়ে যাবে। একই সঙ্গে এ খাতের আমদানিকারক ও শ্রমিকরা বেকার হবেন।
শুল্কায়ন মূল্য কমানোর দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, শুল্কায়ন মূল্য কমালে লাগেজ পার্টি ও চোরাচালানীর দৌরাত্ম কমে আসবে। তাতে আমদানি ও সরকারের রাজস্ব বাড়বে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।
জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
তাহমিদ আল মুদ্দাসসির