উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ত্রুটি সমাধানে জরুরি হালনাগাদ আনল মাইক্রোসফট
Published: 4th, June 2025 GMT
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পর কম্পিউটার চালু না হয়ে ‘রিকভারি মোড’–এ চলে যাচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন ব্যবহারকারীরা। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করার সময় উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একটি ত্রুটি খুঁজে পায় মাইক্রোসফট। এই ত্রুটির কারণে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পর কম্পিউটার চালু হয় না। আর তাই সমস্যার সমাধান করতে জরুরি হালনাগাদ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানিয়েছে, ১৩ মে প্রকাশিত নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৫৮৪০৫ ইনস্টল করার পর কিছু কম্পিউটারে ত্রুটিযুক্ত কোড দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, এসিপিআইডটসিস ফাইল–সংক্রান্ত সমস্যার কারণে অপারেটিং সিস্টেম চালু করা যাচ্ছে না এবং কম্পিউটার মেরামত করতে হবে। ত্রুটিটি মূলত উইন্ডোজ ১১–এর ২২এইচ২ ও ২৩এইচ২ সংস্করণ চালানো ভার্চ্যুয়াল যন্ত্রে দেখা যাচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অ্যাজুর ভার্চ্যুয়াল মেশিন, অ্যাজুর ভার্চ্যুয়াল ডেস্কটপ ও সিট্রিক্স বা হাইপারভিতে পরিচালিত অন প্রিমাইস ভার্চ্যুয়াল যন্ত্রগুলোর ওপর। সমস্যার সমাধানে কেবি৫০৬২১৭০ নম্বরের জরুরি হালনাগাদ প্রকাশ করা হয়েছে।
মাইক্রোসফটের তথ্যমতে, কেবি৫০৬২১৭০ নম্বরের জরুরি হালনাগাদটি (আউট–অব–ব্যান্ড আপডেট) মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে ডাউনলোড করে আলাদাভাবে ইনস্টল করতে হবে। যাঁরা এরই মধ্যে সমস্যাটির মুখে পড়েছেন, বিশেষ করে অ্যাজুর ব্যবহারকারীরা, তাঁদের অ্যাজুর ভার্চ্যুয়াল মেশিন রিপেয়ার কমান্ড ব্যবহার করতে হবে।
নিজেদের ওয়েবসাইটে এক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, আপনার যন্ত্র যদি এরই মধ্যে মে মাসের নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৫৮৪০৫ ইনস্টল করে সমস্যায় পড়ে থাকে, সে ক্ষেত্রে রিপেয়ার কমান্ড ব্যবহার করতে হবে। আর যদি হালনাগাদটি এখনো ইনস্টল না করা হয়ে থাকে এবং আপনার ভার্চ্যুয়াল অবকাঠামোয় উইন্ডোজ ১১–এর ২২এইচ২ বা ২৩এইচ২ সংস্করণ চালু থাকে, তাহলে সরাসরি কেবি৫০৬২১৭০ হালনাগাদটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫