উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ত্রুটি সমাধানে জরুরি হালনাগাদ আনল মাইক্রোসফট
Published: 4th, June 2025 GMT
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পর কম্পিউটার চালু না হয়ে ‘রিকভারি মোড’–এ চলে যাচ্ছে বলে অভিযোগ করে আসছিলেন ব্যবহারকারীরা। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করার সময় উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একটি ত্রুটি খুঁজে পায় মাইক্রোসফট। এই ত্রুটির কারণে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পর কম্পিউটার চালু হয় না। আর তাই সমস্যার সমাধান করতে জরুরি হালনাগাদ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানিয়েছে, ১৩ মে প্রকাশিত নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৫৮৪০৫ ইনস্টল করার পর কিছু কম্পিউটারে ত্রুটিযুক্ত কোড দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, এসিপিআইডটসিস ফাইল–সংক্রান্ত সমস্যার কারণে অপারেটিং সিস্টেম চালু করা যাচ্ছে না এবং কম্পিউটার মেরামত করতে হবে। ত্রুটিটি মূলত উইন্ডোজ ১১–এর ২২এইচ২ ও ২৩এইচ২ সংস্করণ চালানো ভার্চ্যুয়াল যন্ত্রে দেখা যাচ্ছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অ্যাজুর ভার্চ্যুয়াল মেশিন, অ্যাজুর ভার্চ্যুয়াল ডেস্কটপ ও সিট্রিক্স বা হাইপারভিতে পরিচালিত অন প্রিমাইস ভার্চ্যুয়াল যন্ত্রগুলোর ওপর। সমস্যার সমাধানে কেবি৫০৬২১৭০ নম্বরের জরুরি হালনাগাদ প্রকাশ করা হয়েছে।
মাইক্রোসফটের তথ্যমতে, কেবি৫০৬২১৭০ নম্বরের জরুরি হালনাগাদটি (আউট–অব–ব্যান্ড আপডেট) মাইক্রোসফট আপডেট ক্যাটালগ থেকে ডাউনলোড করে আলাদাভাবে ইনস্টল করতে হবে। যাঁরা এরই মধ্যে সমস্যাটির মুখে পড়েছেন, বিশেষ করে অ্যাজুর ব্যবহারকারীরা, তাঁদের অ্যাজুর ভার্চ্যুয়াল মেশিন রিপেয়ার কমান্ড ব্যবহার করতে হবে।
নিজেদের ওয়েবসাইটে এক বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, আপনার যন্ত্র যদি এরই মধ্যে মে মাসের নিরাপত্তা হালনাগাদ কেবি৫০৫৮৪০৫ ইনস্টল করে সমস্যায় পড়ে থাকে, সে ক্ষেত্রে রিপেয়ার কমান্ড ব্যবহার করতে হবে। আর যদি হালনাগাদটি এখনো ইনস্টল না করা হয়ে থাকে এবং আপনার ভার্চ্যুয়াল অবকাঠামোয় উইন্ডোজ ১১–এর ২২এইচ২ বা ২৩এইচ২ সংস্করণ চালু থাকে, তাহলে সরাসরি কেবি৫০৬২১৭০ হালনাগাদটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।
অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।
আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগেএ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।
সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।
এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।
আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে