মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের চেনা হাট দীঘিরপার বাজারে এখন ভিন্ন এক পরিবেশ তৈরি হয়েছে। হাটটির বয়স শত বছর পেরিয়ে গেছে। কোনো উৎসব-উপলক্ষ ছাড়াই গরু বেচাকেনার জন্য এই হাটের আলাদা পরিচিতি আছে। পবিত্র ঈদুল আজহার মতো উৎসবকে সামনে রেখে সেই পরিচিতি যেন আরও অনেকটা বেড়ে গেছে।

মঙ্গলবার অনেকটা শেষ বিকেলের দিকে দীঘিরপার বাজারে পৌঁছালে তখন সন্ধ্যা হয়ে গেছে। সাপ্তাহিক হাটবার সেদিন। তত সময়ে বাজার মানুষে মানুষে সয়লাব হয়ে গেছে। অনেক ধরনের মানুষের ভিড়। বাজারের ভেতর দিয়ে দুই দিকে গ্রামীণ সড়ক গেছে। বাজারের মধ্যে সড়ক কিছুটা ভাঙাচোরা, গর্ত; তাতে বেশ পানি জমে আছে। সড়কগুলোয় পা ফেলার উপায় নেই। ছোট-বড় গাড়িতে তৈরি হয়েছে জট। সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে এসে জট খোলার চেষ্টা করছেন, গাড়িকে পথ করে দিচ্ছেন। সড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চলার ব্যবস্থা করছেন।

হাটের বাইরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের যানবাহন। বাজারের ভেতরে গলিগুলোয় আনাজ-তরকারি, আম-কাঁঠালসহ কিছু মৌসুমি ফল, মাছ-শুটকি ও অন্যান্য পণ্য নিয়ে বসেছেন অনেকে। তাঁরা সব হাটবারে এভাবেই পণ্য সাজিয়ে বসেন। মৌলভীবাজার জেলা শহর থেকে পশ্চিমে এই হাটের দূরত্ব খুব বেশি নয়, চার থেকে পাঁচ কিলোমিটার। এই অঞ্চলের মানুষ প্রতিদিনই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, স্কুল-কলেজে আসা-যাওয়াসহ নিয়মিত শহরে আসা-যাওয়া করেন। তবু দীঘিরপার বাজার তার পুরোনো গ্রামীণ রীতিনীতি, নিয়মেই চলছে।

হাটে আসা মানুষের জন্য পান সাজিয়ে বসেছেন এক বিক্রেতা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ