হাট মাতাচ্ছে ‘জিল্লু’, এক দাম সাড়ে পাঁচ লাখ
Published: 5th, June 2025 GMT
‘মামু হাট ঘুরি চঅ, এরহম গরু আর নঅ পাইবা। নাম অইলদে জিল্লু। এব্বেরে ফার্স্টক্লাস। এক দাম সাড়ে ৫ লাখ।’ এভাবেই চট্টগ্রামের ভাষায় এক ক্রেতার মনোযোগ আকর্ষণ করছিলেন ব্যাপারী মোহাম্মদ লানু। তাঁর কথা বাংলায় দাঁড়ায়, ‘হাট ঘুরে দেখেন, এ রকম গরু আর পাবেন না। নাম হলো জিল্লু। একেবারে ফার্স্টক্লাস। এক দাম সাড়ে ৫ লাখ।’
জিল্লুর দেখা পাওয়া গেল আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় বসা কর্ণফুলী পশুর হাটে। হাটে ঢুকতেই এক পাশে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে জিল্লুকে। শিশুরা গরুটির মাথায় কখনো হাত বোলাচ্ছিল। কেউ সেলফি তুলছিল।
ব্যাপারী মোহাম্মদ লানু জানালেন, চন্দনাইশ থেকে ১০টি গরু নিয়ে এসেছেন তাঁরা। মাত্র দুটি বিক্রি হয়েছে। এর মধ্যে জিল্লুর দাম চাইছেন সাড়ে ৫ লাখ টাকা। এটি ওজনে প্রায় ১৪ মণ। প্রতি বেলায় ভাত, ভুসি, মিষ্টিকুমড়া, ছোলা, সবুজ ঘাসসহ নানা খাবার খাওয়াতে হয়। জিল্লুর বয়স প্রায় তিন বছর।
আক্ষেপ করে এ ব্যাপারী বলেন, ‘সবাই দেখে দেখে চলে যাচ্ছেন। কেউ কেউ ছবি তুলছেন। কিন্তু কাছাকাছি দামও কেউ বলছেন না। তবে আমরা আশাবাদী, কাল শুক্রবারের মধ্যেই জিল্লুসহ বাকি সব গরু বিক্রি হয়ে যাবে।’
কিছুদিন আগে শাকিব খান অভিনীত বরবাদ নামের একটি সিনেমা মুক্তি পায়। ওই সিনেমায় অভিনয় করে ভারতীয় অভিনেতা স্যাম ভট্টাচার্য ব্যাপক পরিচিতি পেয়েছেন। সিনেমাটিতে শাকিব খানের ব্যক্তিগত সহকারী ‘জিল্লু’ চরিত্রে দেখা গেছে তাঁকে। মূলত তাঁর উদ্দেশে শাকিব খানের একটি সংলাপ বেশ ভাইরাল হয়েছে। এটি হলো, ‘ওই জিল্লু, মাল দে’। ব্যাপারী মোহাম্মদ লানু মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গরুটির নাম দিয়েছেন ‘জিল্লু’।
পশুর হাটে ক্রেতার ভিড়। আজ বিকেলে চট্টগ্রাম নগরের কর্ণফুলী পশুর হাটে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন
তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”
আরো পড়ুন:
সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’
মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”
বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
ঢাকা/সাইফ