‘অ্যানিমেল’ ও ‘কবির সিং’-এর নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা আবার ফিরেছিলেন তেলেগু সিনেমায়। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন দক্ষিণি সুপারস্টার প্রভাস। ছবির নাম ‘স্পিরিট’। প্রথমে জানানো হয়েছিল, ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে কর্মঘণ্টা, পারিশ্রমিক, ছবির লভ্যাংশ ভাগসহ নানা বিষয়ে মতবিরোধের জেরে সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি, যা নিয়ে এখনো বলিউডে চলছে তুমুল বিতর্ক। এদিকে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ‘কল্কি’ সিনেমার সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন দীপিকা। মেয়ের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের দুনিয়াতেও ফিরতে চলেছেন। এখানেই সমস্যা।

পেশাজীবন ও ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি কাজ করতে নারাজ ‘পিকু’ অভিনেত্রী। গুঞ্জন, এ নিয়েই নাকি পরিচালকদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। যে কারণে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। একই কারণে এবার নাকি দীপিকার ওপরে বিরূপ আরও এক প্রথম সারির পরিচালক নাগ অশ্বিনও!

দীপিকাকে নিয়ে এত দিন কোনো পরিচালকের কোনো বক্তব্য ছিল না; বরং নায়িকার পরিশ্রম করার মানসিকতার প্রশংসাই করতেন নির্মাতারা। কিন্তু কর্মঘণ্টা নির্ধারণ নিয়ে এবার পরিচালকদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে তাঁর। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও শোনা যাচ্ছে, নাগ অশ্বিনের ‘কল্কি ২’ ছবি থেকে বাদ পড়েছেন তিনি। ছবির প্রথম কিস্তিতে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে দীপিকাও ছিলেন। কিন্তু সম্ভবত তিনি সিকুয়েলে থাকছেন না। যদিও এ বিষয়ে অভিনেত্রীর বক্তব্য পাওয়া যায়নি।

দীপিকা পাড়ুকোন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ