ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে ফ্রিজ বাজারেও। অন্যান্য বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ফ্রিজ কেনায় ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ক্রেতাদের বড় একটি অংশ ছুটছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়ালটনের শোরুমগুলোতে।

ঈদ উৎসব সামনে রেখে ওয়ালটন এনেছে নানা অফার। রয়েছে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ থেকে শুরু করে লাখ টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার। এতেই জমে উঠেছে ওয়ালটন প্লাজাগুলো।

‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার’ স্লোগানে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২২। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

ইতিমধ্যে এই সিজনে ৫ জন ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনে হয়েছেন মিলিয়নিয়ার। অনেকেই পেয়েছেন লাখ টাকার ক্যাশ ভাউচার ও উপহার।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, প্রতিবছরের মতো এই ঈদেও ফ্রিজ বাজারে একচেটিয়া আধিপত্য ওয়ালটনের। দেশের সিংহভাগ ক্রেতা আস্থা রাখছেন দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনে। ওয়ালটনের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার-সমৃদ্ধ ফ্রিজই এর প্রধান কারণ।

বাজারে সব শ্রেণি ও পেশার মানুষের জন্য ওয়ালটনের রয়েছে ৩ শতাধিক মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। সহস্রাধিক কালারে এসব ফ্রিজের দাম ১৫ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকা।

ওয়ালটনের ফ্রিজে থাকছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। এসব সেবা নিশ্চিত করতে রয়েছে দেশের সর্ববৃহৎ সার্ভিস এক্সপার্টস টিম, আইএসও সনদপ্রাপ্ত কাস্টমার সার্ভিস ব্যবস্থাপনা এবং ৯০টির বেশি সার্ভিস সেন্টার।

ওয়ালটনের বিভিন্ন শোরুমের ম্যানেজার ও পরিবেশকদের মতে, ঈদের আগেই ফ্রিজ কেনার ধুম পড়েছে। একাধিক অঞ্চলে বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানান তাঁরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক,  সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • হাবিব ও সজীবের জল্লারপাড় লেকে জমজমাট মাদক বানিজ্য
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি