বৃষ্টি নামতে পারে এই আশঙ্কার মধ্যেই ঢাকা থেকে গাড়ি ছুটতে শুরু করল। শশীর অনুরোধে আসিফ ভাই গান ধরলেন, ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে…’।

আমি বসেছিলাম মাইক্রোবাসের সামনে চালকের পাশের সিটে। গানটা শুনতেই চোখের সামনে ভেসে উঠল একটা মুখ। মুহূর্তেই সব উচ্ছ্বাস যেন হারিয়ে গেল। গান থামলে কিংশুক ভাই পেছনের সিট থেকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, চুপচাপ কেন?’

তারপর গল্প, স্মৃতিচারণা, হাসি-মজা করতে করতে পৌঁছলাম তেওতা জমিদারবাড়ি।

জনশ্রুতি আছে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এই জমিদারবাড়িতে বসেই ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ’ গানটি লিখেছিলেন নজরুল। শিবালয় উপজেলা প্রশাসন কর্তৃক স্থাপন করা তথ্য বোর্ডেও নজরুলের সঙ্গে জমিদারবাড়ির সম্পর্কের বিষয়টি চোখে পড়ল। পঞ্চানন সেন নামের একজন জমিদার বাড়িটি নির্মাণ করেন। মূল ভবনটি লালদিঘি ভবন নামে পরিচিত।

তেওতা জমিদারবাড়ি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ