বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থ। চলতি বছরে বিশ্বের সবচেয়ে ধনী অভিনয়শিল্পীদের তালিকায় উঠে এসেছে এই তারকার নাম। ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস এই তালিকা প্রকাশ করেছে।

ব্যক্তিগত জীবনযাপনও রাজা-বাদশাহ’র মতোই। বিলাসবহুল গাড়ি থেকে ব্যক্তিগত বিমান, সবই রয়েছে বলিউড বাদশাহর। দামি জুতা, জামা ব্যবহার করার অভ্যাস রয়েছে তার। এছাড়া দামি ঘড়ি কেনার শখ রয়েছে শাহরুখের। এই শখ পূরণের জন্য কয়েক কোটি টাকা খরচ করতেও পিছপা হন না।

গত ৫ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয় মেট গালা। মেট গালার ব্লু কার্পেটে অভিষেকের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত লুকে দেখা দেন শাহরুখ খান। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি পোশাক পরে চমকে দেন শাহরুখ। পাশাপাশি তার বাঁ হাতের ঘড়িটি নেটিজেনদের নজর কাড়ে। জানেন কী এ ঘড়ির মূল্য কত?

আরো পড়ুন:

‘শাহরুখকে নিয়ে সিনেমা নির্মাণের চেয়ে তাকে জানতে পারাটা সৌভাগ্যের’

ফের শাহরুখের সিনেমায় রানী মুখার্জি!

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খানের হাতঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাটেক ফিলিপ। বিশ্বের সবচেয়ে দামি ঘড়িগুলোর মধ্যে অন্যতম এটি। ঘড়িটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সাদা সোনা, ১১৮টি পান্না এবং ২৯১টি হীরা। ক্যালেন্ডার, তারিখ প্রদর্শন ছাড়াও ঘড়িটির মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে। ঘড়িটির মূল্য ২১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ৮৯ লাখ টাকার বেশি)। 

প্রথমবার মেট গালায় দেখা দেন শাহরুখ খান। তার পরনের পোশাক ও অন্যান্য ব্যবহার্য জিনিসগুলো দর্শকদের নজর কাড়ে। শাহরুখ খানের পোশাকের বিষয়ে ডিজাইনার সব্যসাচী মুখার্জি জানান, শাহরুখ খান পায়ের গোড়ালি পর্যন্ত কালো রঙের লম্বা কোট পরেছিলেন। এটি তাসমানিয়ার চমৎকার ওল দিয়ে তৈরি। তাতে মনোগ্রাম করা এবং জাপানিজ বাটন ব্যবহার করা হয়েছে। পোশাকটি হাতে তৈরি করা হয়েছে।

পোশাকটির বুকের অংশে ভি-কাট, পিক কলার এবং প্রশস্ত ল্যাপেল রয়েছে। ক্রেপ ডি চীন সিল্ক শার্ট এবং চমৎকার ওলের তৈরি ট্রাউজার দর্জি দিয়ে প্রস্তুত করা হয়। একটি প্লিটেড সাটিন কোমরবান্ধা শাহরুখের বিশেষ লুকটিকে পূর্ণতা দিয়েছে। তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনা ও হীরা।

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে সিনেমাটির কাজ পিছিয়ে নেন শাহরুখ। চলতি বছরের দ্বিতীয়ার্ধে ‘কিং’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা পাড়ুকোন।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন— অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত। আগামী বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

ঢাকা/শান্ত/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংক নেবে এমটিও, বেতন শুরু ৬০০০০, প্রবেশন শেষে ৭৬০৬৫ টাকা, করুন আবেদন

বেসরকারি খাতের অন্যতম ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগ দেবে। এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার প্রোগ্রামটি ব্যাংকের ভবিষ্যৎ নেতাদের গড়ে তোলার একটি প্রোগ্রাম। কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা, পেশাদারত্ব ও নেতৃত্ব বিকাশে সুযোগ প্রদান করে ব্যাংকটি। দেশের অন্যতম গতিশীল আর্থিক প্রতিষ্ঠানে সফল কর্মজীবন শুরুর প্রথম ধাপ এমটিও।

আদর্শ প্রার্থীর যে গুণাবলি থাকবে—

ব্যতিক্রমী আন্তব্যক্তিক দক্ষতা, শক্তিশালী কর্মনীতি, সততা ও জবাবদিহি থাকতে হবে।

গ্রাহককেন্দ্রিক মানসিকতা ও চাপের মধ্যে কার্যকরভাবে কাজ করার জন্য স্থিতিস্থাপকতার সঙ্গে চমৎকার যোগাযোগ ক্ষমতা।

এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ারপয়েন্টে চমৎকার দক্ষতা ও ব্যবহারিক দক্ষতার সঙ্গে বহু কাজে পারদর্শিতা থাকতে হবে।

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫

আবেদনে যোগ্যতা

যেকোনো ডিসিপ্লিন থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, যা ইউজিসি অনুমোদিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ইউজিসি মান অনুযায়ী সমতা থাকতে হবে।

সিজিপিএ: এইচএসসি এবং এসএসসিতে সিজিপিএ–৪ দশমিক ৫ (৫–এর মধ্যে)। স্নাতক/স্নাতকোত্তরে সিজিপিএ–৩ (৪–এর মধ্যে)।

বেতন

এমটিও পদে কারও চাকরি হলে মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা। এক বছরের প্রবেশন সময়ে এ বেতন মিলবে। সফলভাবে প্রবেশনকাল সম্পন্ন করার পর প্রার্থীরা ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পাবেন। তখন এ পদে মাসিক বেতন হবে ৭৬ হাজার ৬৫ টাকা। সঙ্গে অন্যান্য আকর্ষণীয় সুবিধা।

আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)।

প্রার্থী বাছাইপ্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের অনলাইনে এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, প্রেজেনটেশন ও ভাইভা দিতে হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

আবেদনের নির্দেশাবলি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে একটি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি (সর্বোচ্চ ৩০KB) আপলোড করতে হবে।

আরও পড়ুন৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি ব্যাংক নেবে এমটিও, বেতন শুরু ৬০০০০, প্রবেশন শেষে ৭৬০৬৫ টাকা, করুন আবেদন