ই-বাইক ও লিথিয়াম-গ্রাফিন ব্যাটারি পণ্য উৎপাদন খাতে ২০০ কোটি টাকা বিনিয়োগের আশা
Published: 11th, June 2025 GMT
২০২৫-২৬ অর্থবছরের ঘোষিত বাজেটে সরকার ই-বাইক উৎপাদন এবং লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কছাড় দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্যঘোষিত বাজেটে ই-বাইক উৎপাদন এবং লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কছাড় ৬০ শতাংশ ও ৮০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে সবুজ প্রযুক্তি-নির্ভরতা বাড়বে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, শুল্কছাড়ের ঘোষণায় হুয়াওয়ে, টয়োটা, ওয়ালটনের মতো প্রতিষ্ঠানগুলো অন্তত ২০০ কোটি টাকা তাৎক্ষণিক বিনিয়োগের পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার ইভি এবং মোবাইল টাওয়ার ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে। ছাড়ের কারণে দেশের জ্বালানি সাশ্রয় হবে। কার্বন নিঃসরণ কমবে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ হবে। রপ্তানিতে বৈচিত্র্য আসবে। কর্মসংস্থান সৃষ্টি হবে।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গত ৫ মে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে শুল্ক ও মূসক ছাড়ের বিষয়ে একটি আধা সরকারি পত্র দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিষয়টি তত্ত্বাবধান করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০০ ক ট
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা