সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এদিকে হামলার ঘটনার পর আজ থেকে কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মামলায় শাহজাদপুর পৌর শহরের রূপপুর মহল্লার প্রবাসফেরত মো.

শাহনেওয়াজকে প্রধান আসামি করে তাঁর ভাই সবুজ, হান্নান, সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আজ সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনের পর মামলার সিদ্ধান্ত দেয়। এরপর দুপুরের দিকে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বাদী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা তো স্থানীয় কাউকে নামে চিনি না। যে কারণে ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত নামগুলো থেকে ১২ জনের নাম নিয়ে তাঁদের আসামি করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো জমা দিয়ে সেখান থেকে ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ সেগুলো দেখে আসামি শনাক্ত করতে পারবে।’

দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

এদিকে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুরের পর দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বুধবার সকালে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি কাছারিবাড়ির প্রধান ফটকের সামনে লাগিয়ে দেওয়া হয়।

কাস্টোডিয়ান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা কাছারিবাড়িতে ঢুকে মিলনায়তনসহ কার্যালয়ে ভাঙচুর চালায় এবং কর্মচারীদের মারধর করে। এমন পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কর্তৃপক্ষ দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ সকালে বিজ্ঞপ্তিটি লিখে কাছারিবাড়ির প্রধান ফটকের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকলেও ভেতরে তাঁদের দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে। অবস্থার উন্নতি হলে আবার আগের মতো দর্শনার্থী প্রবেশের বিজ্ঞপ্তি দেওয়া হবে।

ভাঙচুরের শিকার রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনের দরজা। মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক স ট ড য় ন হ ব ব র রহম ন রব ন দ র ক ছ র ব ড় প রথম আল ক র ঘটন য় র জন য প রব শ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ