শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা, দর্শনার্থী প্রবেশ বন্ধ
Published: 11th, June 2025 GMT
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এদিকে হামলার ঘটনার পর আজ থেকে কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী মামলার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রবীন্দ্র কাছারিবাড়িতে হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মামলায় শাহজাদপুর পৌর শহরের রূপপুর মহল্লার প্রবাসফেরত মো.
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আজ সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনের পর মামলার সিদ্ধান্ত দেয়। এরপর দুপুরের দিকে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বাদী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা তো স্থানীয় কাউকে নামে চিনি না। যে কারণে ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত নামগুলো থেকে ১২ জনের নাম নিয়ে তাঁদের আসামি করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো জমা দিয়ে সেখান থেকে ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ সেগুলো দেখে আসামি শনাক্ত করতে পারবে।’
দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধএদিকে রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুরের পর দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বুধবার সকালে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি কাছারিবাড়ির প্রধান ফটকের সামনে লাগিয়ে দেওয়া হয়।
কাস্টোডিয়ান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তরা কাছারিবাড়িতে ঢুকে মিলনায়তনসহ কার্যালয়ে ভাঙচুর চালায় এবং কর্মচারীদের মারধর করে। এমন পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কর্তৃপক্ষ দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ সকালে বিজ্ঞপ্তিটি লিখে কাছারিবাড়ির প্রধান ফটকের সামনে লাগিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকলেও ভেতরে তাঁদের দৈনন্দিন কার্যক্রম চলমান থাকবে। অবস্থার উন্নতি হলে আবার আগের মতো দর্শনার্থী প্রবেশের বিজ্ঞপ্তি দেওয়া হবে।
ভাঙচুরের শিকার রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনের দরজা। মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ক স ট ড য় ন হ ব ব র রহম ন রব ন দ র ক ছ র ব ড় প রথম আল ক র ঘটন য় র জন য প রব শ
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা