Prothomalo:
2025-11-02@23:01:59 GMT

যত গর্জে তত বর্ষে কি

Published: 13th, June 2025 GMT

সিনেমা মুক্তির আগেই পোস্টার, টিজার ও আইটেম গান মন্দ ছিল না। মোটের ওপর দর্শকদের আগ্রহের বিচারে ওপরের দিকেই ছিল বাণিজ্যিক সিনেমাটি। মুক্তির পরে ‘ইনসাফ’ কি পারল দর্শকদের প্রত্যাশা মেটাতে? টিজারে ভেসে আসা ভয়েস ওভারের সূত্র ধরেই শুরু হয় ‘ইনসাফ’। ঢাকা শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে। সবাই ভাবছে, এর পেছনে রয়েছেন একসময়ের ত্রাস, ডন ইউসুফ। তবে ইউসুফ তো ঢাকার বুক থেকে হারিয়ে গেছেন পাঁচ বছর আগে। তাঁর লাশও শনাক্ত করা হয়েছে। তবে কি ইউসুফ মরেননি? নাকি নতুন কোনো ত্রাস এসেছে এ শহরে?

একনজরে
সিনেমা: ‘ইনসাফ’
ধরন: অ্যাকশন–থ্রিলার
রানটাইম: ২ ঘণ্টা ৩০ মিনিট
কাহিনি: নাজিম উদ দৌলা, স্বরূপ দে, সঞ্জয় সমাদ্দার
চিত্রনাট্য: নাজিম উদ দৌলা
পরিচালক: সঞ্জয় সমাদ্দার
অভিনয়: শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, মোশাররফ করিম

পুলিশ বিভাগ ইউসুফের মৃত্যুর খবর পেয়ে যখন তাঁর কেস বন্ধ করতে যাচ্ছে, তখনই এএসপি জাহান খান গুরুত্বপূর্ণ একটি সূত্র পান। জানতে পারেন, ইউসুফ এখনো মারা যাননি। অনেক খুঁজে ও সূত্র ধরে বুঝতে পারেন, ইউসুফ গা ঢাকা দিয়ে রয়েছেন সিলেটে। সিলেটের পথে পা বাড়ান জাহান। সেখানে পাওয়া যায় লাবু মাস্টারকে, যার কিনা ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল। কিন্তু সব সূত্র মিথ্যা প্রমাণ করে দেয় লাবু মাস্টার। দুঁদে পুলিশ জাহানও একপর্যায়ে মেনে নেন—এ ইউসুফ নন, নেহাতই এক আর্টের টিচার, লাবু মাস্টার। কিন্তু তত দিনে ইউসুফকে যাঁরা মেরেছেন, তাঁরা পিছু নিয়েছেন লাবু মাস্টারের। সহজ–সরল লাবু মাস্টারকে বাঁচতে দেবেন না তাঁরা। পুলিশ অফিসার জাহানের একটা ভুল কি লাবু মাস্টারের জীবন বিপন্ন করে তোলে? নাকি ঘটনা মোড় নেয় অন্যদিকে?

‘ইনসাফ’–এ লাবু মাস্টার ও ইউসুফ দুটি চরিত্রেই অভিনয় করেছেন শরীফুল রাজ। আগে ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দেয়ালের দেশ’–এ অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে পুরোদস্তুর বাণিজ্যিক ধারার অ্যাকশন সিনেমায় রাজ এই প্রথম অভিনয় করলেন। সিনেমায় দুটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেও তিনি চরিত্র দুটি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।

‘ইনসাফ’ সিনেমার পোস্টার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনস ফ ইউস ফ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ