Prothomalo:
2025-09-18@02:36:11 GMT

যত গর্জে তত বর্ষে কি

Published: 13th, June 2025 GMT

সিনেমা মুক্তির আগেই পোস্টার, টিজার ও আইটেম গান মন্দ ছিল না। মোটের ওপর দর্শকদের আগ্রহের বিচারে ওপরের দিকেই ছিল বাণিজ্যিক সিনেমাটি। মুক্তির পরে ‘ইনসাফ’ কি পারল দর্শকদের প্রত্যাশা মেটাতে? টিজারে ভেসে আসা ভয়েস ওভারের সূত্র ধরেই শুরু হয় ‘ইনসাফ’। ঢাকা শহরে হঠাৎ অপরাধ বেড়ে গেছে। সবাই ভাবছে, এর পেছনে রয়েছেন একসময়ের ত্রাস, ডন ইউসুফ। তবে ইউসুফ তো ঢাকার বুক থেকে হারিয়ে গেছেন পাঁচ বছর আগে। তাঁর লাশও শনাক্ত করা হয়েছে। তবে কি ইউসুফ মরেননি? নাকি নতুন কোনো ত্রাস এসেছে এ শহরে?

একনজরে
সিনেমা: ‘ইনসাফ’
ধরন: অ্যাকশন–থ্রিলার
রানটাইম: ২ ঘণ্টা ৩০ মিনিট
কাহিনি: নাজিম উদ দৌলা, স্বরূপ দে, সঞ্জয় সমাদ্দার
চিত্রনাট্য: নাজিম উদ দৌলা
পরিচালক: সঞ্জয় সমাদ্দার
অভিনয়: শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, মোশাররফ করিম

পুলিশ বিভাগ ইউসুফের মৃত্যুর খবর পেয়ে যখন তাঁর কেস বন্ধ করতে যাচ্ছে, তখনই এএসপি জাহান খান গুরুত্বপূর্ণ একটি সূত্র পান। জানতে পারেন, ইউসুফ এখনো মারা যাননি। অনেক খুঁজে ও সূত্র ধরে বুঝতে পারেন, ইউসুফ গা ঢাকা দিয়ে রয়েছেন সিলেটে। সিলেটের পথে পা বাড়ান জাহান। সেখানে পাওয়া যায় লাবু মাস্টারকে, যার কিনা ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল। কিন্তু সব সূত্র মিথ্যা প্রমাণ করে দেয় লাবু মাস্টার। দুঁদে পুলিশ জাহানও একপর্যায়ে মেনে নেন—এ ইউসুফ নন, নেহাতই এক আর্টের টিচার, লাবু মাস্টার। কিন্তু তত দিনে ইউসুফকে যাঁরা মেরেছেন, তাঁরা পিছু নিয়েছেন লাবু মাস্টারের। সহজ–সরল লাবু মাস্টারকে বাঁচতে দেবেন না তাঁরা। পুলিশ অফিসার জাহানের একটা ভুল কি লাবু মাস্টারের জীবন বিপন্ন করে তোলে? নাকি ঘটনা মোড় নেয় অন্যদিকে?

‘ইনসাফ’–এ লাবু মাস্টার ও ইউসুফ দুটি চরিত্রেই অভিনয় করেছেন শরীফুল রাজ। আগে ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দেয়ালের দেশ’–এ অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে পুরোদস্তুর বাণিজ্যিক ধারার অ্যাকশন সিনেমায় রাজ এই প্রথম অভিনয় করলেন। সিনেমায় দুটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করলেও তিনি চরিত্র দুটি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন।

‘ইনসাফ’ সিনেমার পোস্টার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনস ফ ইউস ফ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ