আইপিএলে দল না পাওয়া অ্যালেনের ১৯ ছক্কা ও ১৫১ রানে ভাঙল একাধিক রেকর্ড
Published: 13th, June 2025 GMT
৫১ বলে ১৫১! ৫ চার ও ১৯ ছক্কা!
ওকল্যান্ডে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আজ মৌসুমের প্রথম ম্যাচে রীতিমতো ঝড় বইয়ে দিলেন নিউজিল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফিন অ্যালেন। ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি। অথচ এই অ্যালেনকেই আইপিএলে তিন মৌসুম কোনো ফ্র্যাঞ্চাইজি দল কেনেনি!
আরও পড়ুনদুই দিনেই ২৮ উইকেট, কামিন্সের কীর্তির পর রাবাদা–এনগিডির তোপ১৩ ঘণ্টা আগে২০২১ আইপিএলে জশ ফিলিপের বদলি হিসেবে অ্যালেনকে সই করিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৬ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান সেই মৌসুমে আইপিএলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। পরের মৌসুমে নিলামে নাম দিলেও কেউ তাঁকে কেনেনি। গত বছর মেগা নিলামে তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তবু দল পাননি নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচে ১৬৩.
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন অ্যালেনের।
হয়তো ভেতরে ভেতরে নিজেকে প্রমাণের জিদটা পুষে রেখেছিলেন। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লে-তেই ৫ ছক্কায় ১৪ বলে করেন ৪০। ফিফটি তুলে নেন ২০ বলে। ৩৪ বলে সেঞ্চুরি করার পথে ছক্কা মেরেছেন ১৩টি ও চার ৩টি। দেড় শ রান করেছেন ৪৯ বলে। ১৮তম ওভারে নিজের ২০তম ছক্কাটি মারতে গিয়ে ক্যাচ দেন গ্লেন ফিলিপসকে।
অ্যালেনের বিস্ফোরক এই ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৬৯ তুলে ১২৩ রানে জিতেছে সান ফ্রান্সিসকো। আর অ্যালেন নিজে গড়েছেন বেশ কিছু রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন অ্যালেনের। এই পথে অ্যালেন পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও সাহিল চৌহানকে।
আরও পড়ুনবাবর, রিজওয়ান ও শাহিনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় পাকিস্তান২ ঘণ্টা আগে২০১৭ সালে মিরপুরে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১৪৬ রান করার পথে ১৮ ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি গেইল। এস্তোনিয়ার ব্যাটসম্যান চৌহান গত বছর সাইপ্রাসের বিপক্ষে ৪১ বলে অপরাজিত ১৪৪ করার পথে ১৮ ছক্কা মেরেছিলেন।
১৫০স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও এখন অ্যালেনের।
স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও এখন অ্যালেনের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নাইটসদের বিপক্ষে টাইটানসের হয়ে ৫২ বলে ১৫০ রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান দেওভাল্দ ব্রেভিস। অ্যালেন ৪৯ বলে ১৫০ করে তাঁকে পেছনে ফেললেন।
রেকর্ড গড়ার পথে দারুণ কিছু শট খেলেন অ্যালেনউৎস: Prothomalo
কীওয়ার্ড: এখন অ য ল ন র র র কর ড
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন
লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ