সীতাকুণ্ডে গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, এক ব্যক্তি নিহত
Published: 15th, June 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের নূনাছড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এ সময় কাভার্ড ভ্যানে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। রাতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে হাইওয়ে পুলিশ।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে ছিল। দুর্ঘটনার পর চালক বের হয়ে যেতে পারলেও চালকের আসনের পাশে বসা জাহাঙ্গীর আলম বের হতে পারেননি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। আধা ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গতকাল রাতে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত