১০ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
Published: 15th, June 2025 GMT
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
তবে পেট্রাপোল কাস্টমসে সার্ভার বিকল থাকায় পণ্য আমদানি হয়েছে কম এবং বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে বেশি।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী সমকালকে জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস অফিসে সার্ভার বিকল থাকায় এক্সপোর্টের ডকুমেন্টের লিও হচ্ছে না। ফলে পণ্য রপ্তানির অনুমোদন করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। অনলাইন জটিলতা নিরাসন হলেই পূর্বের ন্যায় পণ্য রপ্তানি হবে।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ‘টানা ১০ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে পেট্রাপোল কাস্টমসে সার্ভার বিকল থাকায় পণ্য আমদানি হয়েছে কম ও রপ্তানি আগের মতো চলমান আছে। বেনাপোল বন্দর ও কাস্টমসে ধীরগতিতে কার্যক্রম চলছে। বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রমও শুরু হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, ১০ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। পণ্য আমদানির জন্য ৪৫০ কনসাইনমেন্টের কার্পাস (গেট পাস) হয়েছে। তবে ভারতের পেট্রাপোল কাস্টমসে সার্ভার বিকল থাকায় তারা পণ্য রপ্তানি করতে পারছে না। বিকেল ৫টা পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৭ ট্রাক এবং রপ্তানি হয়েছে ৫১ ট্রাক পণ্য। স্বাভাবিকভাবেই বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র ভ র ব কল থ ক য প ট র প ল ক স টমস ১০ দ ন র
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।