জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা: ১৭ বিশিষ্ট নাগরিক ও ১৯ সংগঠনের নিন্দা
Published: 15th, June 2025 GMT
সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহরে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক ও ১৯টি পরিবেশবাদী সংগঠন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
গত শনিবার জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশ বিপর্যয় পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে ফেরার পথে তাদের গাড়িবহর আটকে পাথর কোয়ারি চালুর দাবিতে বিক্ষোভ করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের কিছু নেতা।
ঘটনার প্রতিবাদে রোববার যৌথ বিবৃতিতে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সরকার সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ নিয়েছে। এ সময়ে তাদের গাড়িবহরে বাধা ও স্লোগান দিয়ে অবরোধ সৃষ্টি করা অত্যন্ত ন্যক্কারজনক ও জাতীয় স্বার্থবিরোধী কাজ।
বিবৃতিদাতারা হলেন– খুশী কবির, ড.
সেই সঙ্গে বিবৃতি দিয়েছে ১৯টি সংগঠন। এর মধ্যে রয়েছে– বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এএলআরডি, নাগরিক উদ্যোগ, বারসিক, ক্যাপস, গ্রীন ভয়েস, সিডিপি, সাওয়াব, ডব্লিউবিবি ট্রাস্ট, উন্নয়ন সমন্বয়, রিভারাইন পিপল প্রভৃতি। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছে।
এদিকে ঘটনায় জড়িত সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বহিষ্কৃত নেতাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না। সংগঠনের অন্যান্য নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
অন্যদিকে, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লাকেও উপদেষ্টাদের গাড়িবহরের সামনে বাধা দিচ্ছে বলে ভিডিওতে দেখা গেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: র গ ড় বহর ছ ত রদল উপদ ষ ট পর ব শ য বদল স গঠন
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস